0
কৃষক বাবা ধানের কড়ি
ঢালে খোকার পিছে,
কোটার সনদ ভারী মোটা
খোকার স্বপ্ন মিছে।
খোকার মগজ ভারী গরম
করছে যে হাইফাই,
বলছে খোকা কেমন করে
কোটার সনদ পাই।
কোটা দিয়ে চলছে আজি
ভর্তি মেধার ভেদ,
তাইতো তাঁরা করছে দেখি
সঠিক মেধার ছেদ!
কোটা ছাড়া করতে হবে
তিয়াত্তরে পাস,
কোটার সনদ যুক্ত হলে
একচল্লিশে খাস।
এমন ভাবে অনেক স্বপ্ন
হচ্ছে আজি শেষ,
কোটা দিয়ে গড়া মোদের
এটা স্বাধীন দেশ।

0
ভালো