সত্য সাধক

play icon Listen to this article
0

সত্য আমার অহংকার

লুবাব হাসান সাফওয়ান

 

আমি যদি ভুল বলি ভাই

দলীল দিয়ে প্রমাণ কর!

মুগর দিয়ে মেরে আমার

হাড্ডি মাংশ সমান কর!

গালি আছে বিশ্বে যত

দিস আমারে ইচ্ছেমত!

মারিস জুতা, বলছি তবু

সত্যটাকে ত মান কর!

 

সত্য কথা বললে আমায়

খেতেই হবে তীর যদি

অস্ত্রধারীর হাতে আমার

দিতেই হবে শির যদি!

সত্য তবু বলেই যাবো!

মিথ্যাকে পা’য় দলেই যাবো!

হয়তো তুমি বলবে আমায়

মূর্খ-বোকা-নির্বোধই!

 

আমার কাছে সত্য আছে,

সত্য আমার অহংকার!

দেখবো না কে বলছে-টা কী?

হচ্ছে মনে দহন কার!

কারণ আমি সত্য-সাধক!

সত্য-ন্যায়ের পথ্য খাদক!

সত্য ছাড়া মস্তকে মোর

করবো আদেশ বহন কার?

 

আমার কাছে সত্য আছে

সত্য আমার অহংকার!

 

রচনাকাল: ২০১৮

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ

মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ মা তুমি কেমন আছ? কতো দিন দেখি না তোমায়, তোমার কথা মনে হলে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

Leave a Reply