0
সত্য আমার অহংকার
লুবাব হাসান সাফওয়ান
আমি যদি ভুল বলি ভাই
দলীল দিয়ে প্রমাণ কর!
মুগর দিয়ে মেরে আমার
হাড্ডি মাংশ সমান কর!
গালি আছে বিশ্বে যত
দিস আমারে ইচ্ছেমত!
মারিস জুতা, বলছি তবু
সত্যটাকে ত মান কর!
সত্য কথা বললে আমায়
খেতেই হবে তীর যদি
অস্ত্রধারীর হাতে আমার
দিতেই হবে শির যদি!
সত্য তবু বলেই যাবো!
মিথ্যাকে পা’য় দলেই যাবো!
হয়তো তুমি বলবে আমায়
মূর্খ-বোকা-নির্বোধই!
আমার কাছে সত্য আছে,
সত্য আমার অহংকার!
দেখবো না কে বলছে-টা কী?
হচ্ছে মনে দহন কার!
কারণ আমি সত্য-সাধক!
সত্য-ন্যায়ের পথ্য খাদক!
সত্য ছাড়া মস্তকে মোর
করবো আদেশ বহন কার?
আমার কাছে সত্য আছে
সত্য আমার অহংকার!
রচনাকাল: ২০১৮
আরো পড়ুন-
- সীরাত গ্রন্থ পরিচিতি
- তাকদীর অর্থ কী
- আখিরাত বা মৃত্যু পরবর্তী জীবন
- আসমানী কিতাবসমূহ
- কুরআনের আলোকে ফেরেশতাগণের পরিচয়
0