সত্য সাধক

0

সত্য আমার অহংকার

লুবাব হাসান সাফওয়ান

 

আমি যদি ভুল বলি ভাই

দলীল দিয়ে প্রমাণ কর!

মুগর দিয়ে মেরে আমার

হাড্ডি মাংশ সমান কর!

গালি আছে বিশ্বে যত

দিস আমারে ইচ্ছেমত!

মারিস জুতা, বলছি তবু

সত্যটাকে ত মান কর!

 

সত্য কথা বললে আমায়

খেতেই হবে তীর যদি

অস্ত্রধারীর হাতে আমার

দিতেই হবে শির যদি!

সত্য তবু বলেই যাবো!

মিথ্যাকে পা’য় দলেই যাবো!

হয়তো তুমি বলবে আমায়

মূর্খ-বোকা-নির্বোধই!

 

আমার কাছে সত্য আছে,

সত্য আমার অহংকার!

দেখবো না কে বলছে-টা কী?

হচ্ছে মনে দহন কার!

কারণ আমি সত্য-সাধক!

সত্য-ন্যায়ের পথ্য খাদক!

সত্য ছাড়া মস্তকে মোর

করবো আদেশ বহন কার?

 

আমার কাছে সত্য আছে

সত্য আমার অহংকার!

 

রচনাকাল: ২০১৮

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply