সত্য সাধক

0

সত্য আমার অহংকার

লুবাব হাসান সাফওয়ান

 

আমি যদি ভুল বলি ভাই

দলীল দিয়ে প্রমাণ কর!

মুগর দিয়ে মেরে আমার

হাড্ডি মাংশ সমান কর!

গালি আছে বিশ্বে যত

দিস আমারে ইচ্ছেমত!

মারিস জুতা, বলছি তবু

সত্যটাকে ত মান কর!

 

সত্য কথা বললে আমায়

খেতেই হবে তীর যদি

অস্ত্রধারীর হাতে আমার

দিতেই হবে শির যদি!

সত্য তবু বলেই যাবো!

মিথ্যাকে পা’য় দলেই যাবো!

হয়তো তুমি বলবে আমায়

মূর্খ-বোকা-নির্বোধই!

 

আমার কাছে সত্য আছে,

সত্য আমার অহংকার!

দেখবো না কে বলছে-টা কী?

হচ্ছে মনে দহন কার!

কারণ আমি সত্য-সাধক!

সত্য-ন্যায়ের পথ্য খাদক!

সত্য ছাড়া মস্তকে মোর

করবো আদেশ বহন কার?

 

আমার কাছে সত্য আছে

সত্য আমার অহংকার!

 

রচনাকাল: ২০১৮

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply