সত্য

play icon Listen to this article
0

যাহা সত্য তাহাই সুন্দর। যাহা সত্য নয় তাহা সুন্দর নয়।সবচেয়ে বড় সত্য কি?  তুমি আমার ভালবাসা। সে সত্য যেন চিরকাল সত্য থাকে । সে সত্য যদি কোনদিন সত্য না হয় আমি এমন এক দেশে চলে যাব যেথায় মানুষ, গরু কিছু নাই।

সে সত্য সত্য বলেই আমি এদেশ ঘুরি, ওদেশ ঘুরি, সবকিছুকে বলি না, শুধু তোমাকে বলি হাঁ।কাজেই সে সত্য যেন চিরকাল সত্য থাকে ।

সে সত্য যদি কোনদিন মিথ্যা হয়ে যায়  আমি আমার  আমিকে আর আমি বলে ডাকবনা।ডাকব, অন্য এক আমি। যে আমির জন্য কোন আমি অপেক্ষা করেনি।কাজেই সে সত্য যেন কোনদিন মিথ্যা না হয়।

সে সত্যের জন্য কতজন কেঁদেছিল, কেউ সে সত্যের কাছে ঘেঁষতে পারেনি। আমি ঘেঁষেছি, আমার কি হবে? আমাকে খাটপালঙ্কে শোয়া এমন এক কামরায় শুইয়ে দাও যেথায় ঘুমালে আর কোন কিছু মনে থাকেনা।আমি শুধু ঘুমাব আর  ঘুমাব আর বলব, এমন ঘুম জীবনে হয়নি।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

Leave a Reply