0
এসো আমরা মানব প্রেমে
ধাবমান হই সবে,
প্রেম কাননে হৃদয় মাঝে
ফুল ফোটাবো তবে।
মানব জীবন হোক উপভোগ
প্রেমের মধ্যে দিয়ে,
মিলবে মানব বিভেদ ভুলে
এক তরীতে গিয়ে।
সূর্য যেমন আলোর পরশ
ভুবন আলো করে,
সমান ভাগে আলোর ছটা
বিলায় সবার তরে।
নেইতো বিভেদ পবন মাঝে
জাতি ধর্মের নামে,
একই ভাবে বাতাস দেয় যে
সব মানুষের চামে।
নদী সাগর —–তার বুকেতে
সবাই থাকে মিশে,
মানব শুধুই মানব মাঝেই
বিভেদ খোঁজে কী সে?
একই রক্ত মাংসে গড়া
নাই তো মানব তুল্য,
মানব আজকে বিভেদ করে
চাচ্ছে নিজের মূ্ল্য।
মানব জীবন …ধন্য করতে
প্রেমের স্বর্গ গড়ি,
সুন্দর ধরা…. গড়ার লক্ষ্যে
মানুষ হয়ে লড়ি।
মানব প্রেমটা ধাবমান হোক
এই ধরনীর বুকে,
মানব প্রেমের বার্তা ছড়াক
থাকুক মানব সুখে।

0