সব কথা বলা আছে মনের ডায়’রিতে

0

তোমাকে আমার এত ভাল লাগে কেন? জানি তুমি ফুল দেখে হাস।তুমি আর ফুল দেখে হেসোনা। আচ্ছা হাসবনা।দেখি এখন তোমাকে কেমন লাগে?  না আগের মত লাগছেনা।তাহলে ফুল দেখে হাসব? হ্যাঁ, হাস।এখন তোমাকে পরীর মত লাগছে ; যেন স্বর্গের পরী পৃথিবীতে নেমে এসেছে।

এবার বল তুমি আর কি পছন্দ কর।আমি গান গাইতে পছন্দ করি।আমাকে একটি গান শোনাওতো।’ তুমি যে আমার কবিতা, আমার বাঁশির……। তোমার গানতো বেশ ভাল। এবার বল, তুমি কোন গানটি গাইতে বেশি পছন্দ কর।’ এ জীবনের শেষ আছে, তোমার শেষ নাই। ‘ এতো অনেক সুন্দর গান; আমাকে অনেক মুগ্ধ করল।এ গান তুমি দিনে কয়বার গাও? ‘তিনবার ‘।  এখন থেকে পাঁচবার গাবে।

এবার বল তোমার সবচেয়ে প্রিয় সাপ কি? পদ্মগোখরা।কেন? সে নেচে নেচে দোদুল দেয়।আমাকে একটি তেমন দোল দেখাওতো।………. এই যে দেখালাম।মন ভরল? ভরল। আর কিছু চাই?  না আজ আর আর  কিছু নয়। এবার বল আমার কথা তোমার মনে থাকবে?  হ্যাঁ, মনে থাকবেঃ

তাহলে আজকের দিনটির কথা আমি আমার সবচেয়ে প্রিয় ডায়েরিতে লিখে রাখব, যে ডায়েরীতে আর কারো নাম লিখিনা।

এবার বল, তুমি কি আমার জন্য জন্ম নিয়েছ?  হ্যাঁ আমি শুধু তোমার জন্য জন্ম নিয়েছি। এ কথা আমি আমার মনের ডায়েরিতে লিখে রাখব।

এবার বল মনের ডায়েরির ওজন কত হতে পারে?  প্রায় সাড় সাত মন।তাইতো তুমি আমার মনের ডায়েরির প্রতিটি পাতা জুড়ে আছ।

মনের ডায়েরি যদি মনের ডায়েরি না হয় তাহলে সেটি কি? সেটি পণের ডায়েরি। আজ সেটি মনের ডায়েরি ; তাইতো আমি বেঁচে আছি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রবের আরশ কাঁপে

বাবা মায়ের নির্দেশ মেনে জীবন গড়ে যারা, জীবন পথে সকল কর্মে বেজায় খুশি তারা। বাবা মায়ের আদেশ জারি সন্তান মেনে

শিক্ষক পিতৃতুল্য

  শিক্ষকগণে সহাস্যমুখে করেন যে পাঠদান, দিবো মোরা শিক্ষকগণের সবার উপর মান। এই সমাজে জ্ঞাণের বাহক সকল শিক্ষকগণে, শিক্ষক পেশা

দাদির স্মৃতি

ভাদ্র মাসের বেতাল গরম তাল পেকেছে গাছে, পাকা তালের তাল গুলো যে মোদের বাড়ি আছে। তাল গাছ গুলো অনেক বড়ো

শৈশব স্মৃতি

শৈশব বেলার মধুর স্মৃতি পড়ছে মনে কার, দল বেঁধে সব বাঁশের সাঁকো হতাম কতো পার। কেউবা দিতো সাঁকো থেকে আচম্বিতে

Leave a Reply