0
আবার আকাশের অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে। আলোর রহস্যময়ী সহোদরার মত এ অন্ধকার। চিরদিন আমি যাকে ভালবেসে এসেছি অথচ যে আমাকে ভালবাসেনি তার মত।সে একদিন বলেছিল আমার ফুলের মালায় একটি হার গেঁথে দিবে অথচ দেয়নি, আজ বার বারই তার কথা মনে পড়ছে। সে থাকলে মনে হয় এমন হতনা।আজ সে কোথায় তাকে খুঁজছি। তাকে পেলে বলতাম, তুমি এমন কেন? তুমি সেই আগের মত হয়ে যাও যাকে চেনা যায়না। যদি সে বলত আমিতো সেই আগের মতই তাহলে বলতাম তোমার নাকের আগায় একটি হুল ফুটেছে এ হুলটি ছিঁড়ে ফেল। যদি না ছিঁড়ত মেরে দিতাম এক থাপ্পড়। যদি সে কাঁদত বলতাম কেঁদে কি হবে, সময়ের কথা সময়ে বুঝনি পরে বুঝে কি হবে?
0