সম্যক প্রয়াস

0

পৃথিবী আজ বদলে যাচ্ছে
ভীষণ দুর্দম… রূপে,
উদ্ভিদ প্রাণী হুমকির মুখে
উষ্ণতার গ্ৰাস কুপে।

আজ জলবায়ু পাল্টে যাচ্ছে
বরফ যাচ্ছে গলে,
জলোচ্ছ্বাসে বহে বিলীন
হচ্ছে নদীর জলে।

পৃথিবীর সব উদ্ভিদ প্রাণী
আজকে ভীতি জনক ,
জলবায়ুর এ বিরূপ প্রভাব
নড়ে যদি….. টনক।

জলবায়ুর আজ পরিবর্তন
করতে ঐক্য গড়ি,
বৈশ্বিক উষ্ণ বিরূপ প্রভাব
বিষম সংকট পড়ি।

বৈশ্বিক উষ্ণ প্রান্তিক চাষি
পুষ্টিহীনতায় ভোগে,
মানব জীবন ধ্বংসাত্মক হয়
আজ প্রাণঘাতী রোগে।

বৈশ্বিক উষ্ণতার এ করাল
বিরূপ প্রভাব থেকে,
পৃথিবী আজ রক্ষা করা
সম্ভব জঙ্গল রেখে।

সবার ঐক্য কঠিন প্রয়াস
থাকলে সহায় হবে,
জলবায়ুর এ বিরূপ প্রভাব
পাবে রক্ষা … তবে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ লেখাপড়া শেষ চাকরীর পালা, চাকরী পেলে দু:খ ঘুচবে শান্তি পাবে খালা। পরীক্ষায়

কবি আরিফ হোসেন এর কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

আমি মোঃ আরিফ হোসেন বলছি।আমি অনেক দিন এখানে লিখি।আমার একটি কবিতার বই প্রকাশ পেয়েছে। নাম কনকচাঁপা দোদুল দোল। বইটিতে মোট

প্রেম বড় মিষ্টি

যা কিছু আমার সব তোমার, যা কিছু তোমার সব আমার - এমনি করেই যেন দিন যায়।এমনি করে দিন না গেলে

One Reply to “সম্যক প্রয়াস”

Leave a Reply