0
বার বার ঘুম আসে। কিন্তু আমি ঘুমাতে পারিনা। ঘুমালে কাকে যেন স্বপ্নে দেখি।সে কে? সে মনে হয় বনপাড়ার সুরঞ্জনা।সুরঞ্জনা তুমি এত ভাল কেন? তুমি কেন আমাকে ঘুমাতে দাওনা? কারন, তুমি ঘুমালে আমি ঘুমাতে পারিনা।
তাহলে তুমি ভাল করে ঘুমাও!
এবার বল ভাল ঘুম হল তো?
হ্যাঁ, হয়েছে।
তাহলে, এখন আমি ভাল করে ঘুমাব।
0