সাঁওতাল গান

সাঁওতাল বা, সান্তাল বলে পরিচিত এই জনগোষ্ঠীর বিশ্বাস পৃথিবীর আদি মানব ছিলেন পিলচু বুড়ো এবং মানবী পিলচু বুড়ি। তাদের সাত জোড়া সন্তান থেকে সান্তাল নামের উৎপত্তি। সাঁওতালি ভাষা ২২ ডিসেম্বর ২০০৩ ভারতের রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত হয়, এই দিনটিকে তারা ভাষা দিবস হিসেবে পালন করে।   বাংলাদেশের সাঁওতালদের নাচ দেখুন এবং সাঁওতালি গান শুনুন।

পড়তে পারেন- বাংলা নববর্ষ প্রচলন করেন কে? আকবর/বিক্রম

১০ টি আদিবাসী গান শুনুন