0
এই যে দেখ সাপ।সে হাসছে আর হাসছে। হেসে হেসে বলছে, আমি কাকে খাব, আমি কাকে খাব? শেষ পর্যন্ত সে খেয়ে ফেলল এক বিষধর পদ্মগোখরা।এখন সে বলছে, এতদিনে আমার উদর পুর্তি হয়েছে, সাপ হয়ে যদি সাপ না খেতে পারি তাহলে আমি কিসের সাপ।
সাপ কি আসলে সাপ খায়? অবশ্যই খায় তানাহলে সে কিসের সাপ। শুনেছি সাপের নাকি তিন মাথা এক লেজ থাকে? হ্যাঁ আছে, সে সাপ তুমি দেখনি, সে সাপ দেখলে তুমি পাগল হয়ে যাবে।
তাহলে তো সাপ দেখলে খুব সাবধানে চলতে হবে? অবশ্যই তোমাকে সবসময় একটি লাঠি হাতে রাখতে হবে তানাহলে তুমি যেকোনো সময় বিপদে পড়তে পার।এই যে সাড়ে তিন হাত বাঁশের লাঠি রেডি করছি।

0