0
আমি দেখলাম সে একটি গর্ত খুড়ছে। তাকে বললাম গর্ত খুঁড়ছ কেন? সে বলল, দেখি এখানে কি আছে। কিছুক্ষণ পরেই সেখান থেকে একটি সাপ বেরিয়ে এল এবং তাকে কামড় দিল। আমি বললাম, তুমি জানতেনা এখানে সাপ আছে? সে বলল, না আমি জানতাম কেঁচো আছে। বললাম, তাহলে তুমি খুঁড়লে কেন? সে বলল, কেঁচো না সাপ নিশ্চিত হওয়ার জন্য। আমি বললাম তাহলে তুমি সাবধানতা অবলম্বন করবেনা।সে উত্তর দিল, সাবধানতা অবলম্বন করিনি বলেই তো এ অবস্থা।
কাজেই যে যেখানে যাবে সাবধানে যাবে। সাবধানে যদি না যাও তাহলে তুমি বিপদে পড়তে পার।একবার বিপদে পড়লে আর সাবধান হওয়ার উপায় নাই।কাজেই সাবধান হওয়ার আগেই সাবধান হতে হবে। সাবধান হওয়ার আগে যদি তুমি সাবধান হতে না পার তাহলে তোমাকে নতুন সাবধানের কবলে পড়তে হতে পারে।কাজেই, সব সাবধানের বাবা হল বাবাসাবধান।
0