0
সিগারেট খেতে কার না ইচ্ছে করে? সিগারেট খেতে সবার ইচ্ছে করে। অথচ আমার সিগারেট খেতে মন চায়না। কেন? কারন, সিগারেট খেলে কি এক গন্ধ বেরোয়।আমাকে একদিন একজন বলেছিল, তুই যদি সিগারেট খাস্ তোকে আমি মেরেই ফেলব! আমি বলেছিলাম, না, না খাবনা, সিগারেট খেয়ে লাভ কি! কিন্তু এখন কেন জানি আমার সিগারেট খেতে ইচ্ছে করছে, সবচেয়ে দামী সিগারেট যেটা সেটার গন্ধ একটু শুঁকে দেখতে ইচ্ছে করছে! কারন, সেটার গন্ধ তো কখনও শুঁকা হয়নি!
0