সুখ কি জিনিস আজও বুঝলামনা। সুখ বলতে আদৌ কিছু আছে কিনা সেটাও একটা প্রশ্ন। আমাকে যে জন সুখ দেবে বলে বলেছে সে জন আজ মারা গেছে। সে জন কত সুখে মারা গেছে সেটা কে জানে?
সুখ বলে যদি কিছু থেকে থাকে সে কেন আমার বাড়ি আসেনা?সুখের খোঁজে ঘুরেছি মিশর, রাশিয়া, থাইল্যান্ড, ফিনল্যান্ড; কেউ আমাকে সুখ দেয়নি। আজ আমার মনে হচ্ছে সুখ একটি চির অবাধ্য জিনিস, একে কখনও ফিরানো যায়না।
সুখ বলে যদি কিছু থেকে থাক আমার কাছে আস।না হয় তুমি তোমার কাছেই থাক।তুমি কত সুখে থাক সেটা আমি দেখব।
সুখের নানীর হাত নাকি অনেক লম্বা। তিনি একটু হাত উঁচা করলেই আসমানের দেখা পান।গতকালও নাকি তাদের তিনটি শূয়োর জন্ম নিয়েছে।এই তিনটি শূয়োরই নাকি সুখের নানীর অবদান। সুখের নানী নাকি আসমানে উঠে তিন দিন তিন রাত বসে বসে জপ্ করেছিল
সুখকে কতবার বলেছি, ‘সুখ তুমি নরম স্যান্ডেল ব্যবহার কর, নরম স্যান্ডেল ব্যবহার কর’।কিন্তু সুখ ব্যবহার করে বাটা স্যান্ডেল।এ সুখ’ দিয়ে কি হবে?
সুখকে বলেছি কোনদিন যদি আমার বাড়ি আস তিন চাকাওয়ালা গাড়ি নিয়ে আসবে। সুখ এসেছে চার চাকাওয়ালা নিয়ে। আমি এই চার চাকা”’ কি করব?সিদ্ধান্ত নিয়েছি এটা তার কপালে ছুঁড়ে মারব।তাতে যদি তার আক্ক’ল হয়।