সুগন্ধি মন

0

 

মনের সুগন্ধি নড়ে,
ঘোড়ে বেড়ায় জঙ্গলে জঙ্গলে।
গন্ধ বিধুর আমার  অঙ্গনে,
স্বাদ নিতে চাই বঙ্গ বনে।
এই গানে রস  কবিতার ছন্দে,
দুঃখ চলে যায় বড় আনন্দে।
মনের ক্রন্দন অতিবৃদ্ধে,
যা ঘটে মাঝে মাঝে।
সুখ সুখ সুখ কি আর পাই,
অতি বিলাসী দুঃখে মন পুড়ে চায়।
এক বুক শ্বাস মনের গন্ধে,
পিলপিল শব্দ মহা আনন্দে।
মনের বিস্বাদ আর নয়,
বড় রেশ মন নিপিড়ন।
আমি মরি পরম আনন্দে,
কেন জানি কাতরতা আরও জাগে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Shajidul Islam

Author: Shajidul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

Leave a Reply