0
মনের সুগন্ধি নড়ে,
ঘোড়ে বেড়ায় জঙ্গলে জঙ্গলে।
গন্ধ বিধুর আমার অঙ্গনে,
স্বাদ নিতে চাই বঙ্গ বনে।
এই গানে রস কবিতার ছন্দে,
দুঃখ চলে যায় বড় আনন্দে।
মনের ক্রন্দন অতিবৃদ্ধে,
যা ঘটে মাঝে মাঝে।
সুখ সুখ সুখ কি আর পাই,
অতি বিলাসী দুঃখে মন পুড়ে চায়।
এক বুক শ্বাস মনের গন্ধে,
পিলপিল শব্দ মহা আনন্দে।
মনের বিস্বাদ আর নয়,
বড় রেশ মন নিপিড়ন।
আমি মরি পরম আনন্দে,
কেন জানি কাতরতা আরও জাগে।
আরো পড়ুন-
- বুলিয়ান এলজেবরা
- ইহুদি ধর্মের ইতিহাস
- বেলের উপকারিতা ও অপকারিতা
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- প্রবন্ধ লেখার নিয়ম
0