সুগন্ধি মন

0

 

মনের সুগন্ধি নড়ে,
ঘোড়ে বেড়ায় জঙ্গলে জঙ্গলে।
গন্ধ বিধুর আমার  অঙ্গনে,
স্বাদ নিতে চাই বঙ্গ বনে।
এই গানে রস  কবিতার ছন্দে,
দুঃখ চলে যায় বড় আনন্দে।
মনের ক্রন্দন অতিবৃদ্ধে,
যা ঘটে মাঝে মাঝে।
সুখ সুখ সুখ কি আর পাই,
অতি বিলাসী দুঃখে মন পুড়ে চায়।
এক বুক শ্বাস মনের গন্ধে,
পিলপিল শব্দ মহা আনন্দে।
মনের বিস্বাদ আর নয়,
বড় রেশ মন নিপিড়ন।
আমি মরি পরম আনন্দে,
কেন জানি কাতরতা আরও জাগে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Shajidul Islam

Author: Shajidul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

Leave a Reply