0
সুচরিতা তুমি সুখেই আছ, সে কথা আমি জানি।তোমার দুচোখ দিয়ে রাত্রি হলে এখন আর অশ্রু নামেনা।তুমি গাওনা কোন অজানা পাখির গান।তুমি শুধু হেসেই চল, হেসেই চল।তোমার চোখের দিকে তাকালে এখন আর কারো পাপড়ি নামেনা।তুমি শুধু হেসেই চল, হেসেই। তোমার নাম দিয়েছে অনামিকা, তুমি বল অনামিকা নয় সুচরিতাই ভাল, সুচরিতা।
তুমি সুখে আছ, সুখেই থাক, এ সুখ যেন বেড়েই চলে।তুমি ঈশ্বরেরও সুখের পাত্র হয়ে ওঠ।
তোমার সুখ যেন কেউ কেড়ে না নেয়
তুমি হও চিরসুখী, যেমনি সুখ করে স্বর্গের অপ্সরী’ ঘুমায়।
আবার একদিন দেখা হবে,
আজকের বাসনা কালকের জন্য রেখে দেব।
0