0
যদি এমন হয় পৃথিবীতে কোন মানুষ নেই তাহলে আমি কোথায় যাব? আমি চন্দ্রে চলে যাব কারন সেখানে তুমি থাক।গিয়ে দেখব তুমি কি কর; যদি দেখি চাঁদের সাথে কথা কও তাহলে বুঝব এতদিনে তুমি মানুষ হয়েছ।কারন একদিন তুমি আমার সাথে কথা বলতেনা আজ শুধু চাঁদের সাথে কথা বলছ এটাইতো তোমাকে মানায়।
যে যাকে ভালবাসে সে তার জন্য পাগল থাকে অথচ একদিনও তুমি কথা বললেনা, আজ চাঁদের সাথে কথা বলে সময় কাটাচ্ছ, এর কি কোন অত্যুক্তি হবে? না এর এক বিন্দুও অত্যক্তি হবেনা; তুমি সারাক্ষণ শুধু চাঁদের সাথে কথা বলতেই থাক।
0