0
একদিন আমার ভালবাসার মানুষ প্রিয়া এসে বললো আমাকে একটি ফুল দাওতো।আমি বললাম তোমাকে দিতে হলে তো অনেক সুন্দর একটি ফুল দিতে হবে, কিন্তু সে ফুল আমি কোথায় পাব? প্রিয়া বলল, যেখানে আছে সেখানে যাও আমার সে ফুল চাইই চাই। আমি বন-বাদাড়, ক্ষেত- জঙ্গল সব তন্ন তন্ন করে খুঁজলাম ; কিন্তু কোথাও… ফুল পেলামনা। এবার সে বলল, তাহলে আমাকে ভালবাসলে কেন? আমি বললাম, ভালবাসলে সুন্দর ফুল দিতেই হবে? সে বলল, হ্যা, তানাহলে ভালবাসা হবেনা।
সেই থেকে তাকে আর আমি ভালবাসিনা, এখন সে আমাকে দেখলেই দূরে দূরে থাকে। এখন কথা হল হল সুন্দর ফুল যদি না হবে তাহলে ভালবাসা হল কেন? ভালবাসা কি কারো ভুলে হয়েছে? যদি ভুলে হয়ে থাকে সে জনা কত বড় ভুল?
0