0
তোমার চোখের চাহনি এত সুন্দর যে আমি তাকাতে পারিনা। মাঝে মাঝেই মনে হয় তোমার সে চোখ আমি ধার করে আনি।কিন্তু ধার দেয়ার মত কেউ কি আছে? নাই। তাহলে? তুমি আমাকে তোমার সে চোখ ধার দিয়ে দাও। কিন্তু তুমি কি দেবে? দেবেনা।তাহলে? সে চোখের কেন সৃষ্টি হল অন্য কিছু সৃষ্টি হতে পারলনা।অন্য কিছু সৃষ্টি হয়নি কারন সে চোখ সৃষ্টি করার সময় ঈশ্বর অনেক ঘুমন্ত ছিলেন। ঘুমন্ত ছিলেন কেন? তার অনেক কাজ ছিল। তিনি সে কাজ করতে গেলেন কেন, এ কাজ করতে পারলেননা! এ কাজ করলেই তো তার ভাল হত কারন, এ কাজ অনেক সুন্দর, সুন্দর লোককে তো সুন্দর কাজেই মানায়!

0