সুন্দর

play icon Listen to this article
0

তুমি আর আমি কি কোনদিন গল্প করেছিলাম?

হ্যাঁ, করেছিলাম, গত শনিবার।

আজ আমার মনে হচ্ছে সেই দিন আবার ফিরে এসেছে।

কেন?

আজ আবার আমাকে কেউ ভালবাসি বলছে।

 

এটা সম্ভব হয়েছে কিভাবে?

এটা সম্ভব হয়েছে দোয়েল পাখির দোয়ায়।কারন, দোয়েল পাখি যে অনেক সুন্দর ভাষায় কথা বলে।আর সুন্দর মানুষের সুন্দর কথা যে শুনতে হয়। সুন্দর মানুষের সুন্দর কথা না শুনলে   ঈশ্বর নিজেকে   সুন্দর মনে করেননা।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply