0
তুমি আর আমি কি কোনদিন গল্প করেছিলাম?
হ্যাঁ, করেছিলাম, গত শনিবার।
আজ আমার মনে হচ্ছে সেই দিন আবার ফিরে এসেছে।
কেন?
আজ আবার আমাকে কেউ ভালবাসি বলছে।
এটা সম্ভব হয়েছে কিভাবে?
এটা সম্ভব হয়েছে দোয়েল পাখির দোয়ায়।কারন, দোয়েল পাখি যে অনেক সুন্দর ভাষায় কথা বলে।আর সুন্দর মানুষের সুন্দর কথা যে শুনতে হয়। সুন্দর মানুষের সুন্দর কথা না শুনলে ঈশ্বর নিজেকে সুন্দর মনে করেননা।
0