ইমাম বুখারীর ওস্তাদের গ্রন্থে তারাবীর রাকাত সংখ্যা

0

সুপ্রসিদ্ধ হাদীসগ্রন্থ মুসান্নাফে ইবনে আবী শায়বাহ’য় তারাবীহর অধ্যায়

 

২০০ হিজরির শুরুতে রচিত সুপ্রসিদ্ধ হাদিসগ্রন্থ মুসান্নাফে ইবনে আবী শাইবা। এটি রচনা করেছেন ইমাম বুখারীর ওস্তাদ আবু বকর ইবনে আবী শাইবা। তিনি তাঁর গ্রন্থে তারাবীহ অধ্যায়ে ৮ রাকাতের একটি হাদিসও উল্লেখ করেননি। তদুপরি তিনি তাঁর গ্রন্থে বড় বড় সাহাবী ও তাবে’ঈগণ থেকে ২০ রাকাতের বহু সংখ্যক হাদীস উল্লেখ করেছেন। তারা সকলেই ২০ রাকাত আদায় করতেন, কেউ কেউ তারও বেশি। কিন্তু কেউ ৮ রাকাত আদায় করেছেন, এমন কাউকেই পাওয়া যায় না।

 

হাদীস—১

٧٦٨٠ – حَدَّثَنا أبُو بَكْرٍ قالَ: ثنا وكِيعٌ، عَنْ سُفْيانَ، عَنْ أبِي إسْحاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ: «أنَّهُ كانَ يُصَلِّي فِي رَمَضانَ عِشْرِينَ رَكْعَةً والوِتْرَ»

 

শুতায়র বিন শাকাল বলেন, নিশ্চয়ই আবু ইসহাক রহ. রামাদ্বানে বিশ রাকাত তারাবীহ এবং বিতর পড়তেন। [মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ৭৬৮০]

 

হাদীস—২

٧٦٨١ – حَدَّثَنا وكِيعٌ، عَنْ حَسَنِ بْنِ صالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ أبِي الحَسْناءِ، «أنَّ عَلِيًّا أمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ فِي رَمَضانَ عِشْرِينَ رَكْعَةً»

আবুল হাসনা রহ. বলেন, আলী রা. এক ব্যক্তিকে মানুষদের নিয়ে বিশ রাকাত পড়াতে হুকুম দিয়েছেন। [৭৬৮১]

 

হাদীস—৩

٧٦٨٢ – حَدَّثَنا وكِيعٌ، عَنْ مالِكِ بْنِ أنَسٍ، عَنْ يَحْيى بْنِ سَعِيدٍ، «أنَّ عُمَرَ بْنَ الخَطّابِ أمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً»

 

ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই উমর ইবনুল খাত্তাব রা. লোকদের বিশ রাকাত তারাবীহ পড়তে নির্দেশ দিয়েছেন। [মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ৭৬৮২]

 

হাদীস—৩

٧٦٨٣ – حَدَّثَنا وكِيعٌ، عَنْ نافِعِ بْنِ عُمَرَ، قالَ: «كانَ ابْنُ أبِي مُلَيْكَةَ يُصَلِّي بِنا فِي رَمَضانَ عِشْرِينَ رَكْعَةً»

 

তাবে’ঈ নাফে’ ইবনে উমর রহ. বলেন, ইবনু আবী মুলাইকাহ রহ. আমাদের নিয়ে রামাদ্বানে বিশ রাকাত তারাবীহর সালাত আদায় করতেন। [মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ৭৬৮৩]

 

হাদীস—৪

٧٦٨٤ – حَدَّثَنا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَسَنٍ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ رُفَيْعٍ قالَ: «كانَ أُبَيُّ بْنُ كَعْبٍ يُصَلِّي بِالنّاسِ فِي رَمَضانَ بِالمَدِينَةِ عِشْرِينَ رَكْعَةً، ويُوتِرُ بِثَلاثٍ»

 

আব্দুল আযীয ইবনে রাফী’ থেকে বর্ণিত, তিনি বলেন, উবাই ইবনে কা’ব রা. রামাদ্বানে মদীনায় লোকদের নিয়ে তিন রাকাত বিতর এবং বিশ রাকাত (তারাবীহ) পড়তেন। [মুসান্নাফ ইবনে আবী শায়বাহ: ৭৬৮৪]

 

হাদীস—৫

٧٦٨٥ – حَدَّثَنا أبُو مُعاوِيَةَ، عَنْ حَجّاجٍ، عَنْ أبِي إسْحاقَ، عَنِ الحارِثِ: «أنَّهُ كانَ يَؤُمُّ النّاسَ فِي رَمَضانَ بِاللَّيْلِ بِعِشْرِينَ رَكْعَةً، ويُوتِرُ بِثَلاثٍ، ويَقْنُتُ قَبْلَ الرُّكُوعِ»

 

আবু ইসহাক রহ.বলেন, হারেস রহ. রামাদ্বানে লোকদেরকে নিয়ে বিশ রাকাত তারাবীহ ও তিন রাকাত বিতর পড়তেন। এবং রুকূ’ এর পূর্বে কুনূত পড়তেন। [৭৬৮৫]

 

হাদীস—৬

٧٦٨٦ – حَدَّثَنا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خَلَفٍ، عَنْ رَبِيعٍ، وأثْنى عَلَيْهِ خَيْرًا، عَنْ أبِي البَخْتَرِيِّ: «أنَّهُ كانَ يُصَلِّي خَمْسَ تَرْوِيحاتٍ فِي رَمَضانَ، ويُوتِرُ بِثَلاثٍ»

 

আবুল বাখতারী রহ. থেকে বর্ণিত- তিনি রামাদ্বান মাসে পাঁচ তারবীহায় নামায পড়তেন এবং তিন রাকাআত বিতর পড়তেন। [মুসান্নাফ ইবনে আবী শায়বাহ: ৭৬৮৬]

 

হাদীস—৭

٧٦٨٧ – حَدَّثَنا حَفْصٌ، عَنِ الحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قالَ: «كانَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأسْوَدِ يُصَلِّي بِنا فِي رَمَضانَ أرْبَعِينَ رَكْعَةً ويُوتِرُ بِسَبْعٍ»

 

হাসান বিন উবায়েদ রহ. বলেন, আব্দুর রহমান বিন আসওয়াদ রহ. আমাদেরকে নিয়ে ৪০ রাকাত তারাবীহ এবং সাত রাকাত বিতর পড়তেন। [৭৬৮৬]

 

হাদীস—৮

٧٦٨٨ – حَدَّثَنا ابْنُ نُمَيْرٍ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ عَطاءٍ، قالَ: «أدْرَكْتُ النّاسَ وهُمْ يُصَلُّونَ ثَلاثًا وعِشْرِينَ رَكْعَةً بِالوِتْرِ»

 

বিশিষ্ট তাবে’ঈ আতা ইবনে রাবী’আহ বলেন, আমি লোকদেরকে বিতরসহ তেইশ রাকাত পড়তে দেখেছি। [মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ৭৬৮৮]

 

হাদীস—৯

٧٦٨٩ – حَدَّثَنا ابْنُ مَهْدِيٍّ، عَنْ داوُدَ بْنِ قَيْسٍ، قالَ: «أدْرَكْتُ النّاسَ بِالمَدِينَةِ فِي زَمَنِ عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ، وأبانَ بْنِ عُثْمانَ يُصَلُّونَ سِتًّا وثَلاثِينَ رَكْعَةً ويُوتِرُونَ بِثَلاثٍ»

দাউদ ইবনে কায়স রহ. বলেন, আমি উমর ইবনে আব্দুল আজীয ও উসমান রাদিয়াল্লাহু তা’আলা আনহুর পুত্র আবান এর যুগে মদীনার মানুষদেরকে ৩৬ রাকাত তারাবীহ ও তিন রাকাত বিতর পড়তে দেখেছি। [৭৬৮৯]

 

হাদীস—১০

٧٦٩٠ – حَدَّثَنا الفَضْلُ بْنُ دُكَيْنٍ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ، «أنَّ عَلِيَّ بْنَ رَبِيعَةَ كانَ يُصَلِّي بِهِمْ فِي رَمَضانَ خَمْسَ تَرْوِيحاتٍ، ويُوتِرُ بِثَلاثٍ»

 

সা’ঈদ বিন উবায়েদ রহ. বলেন, নিশ্চয় আলী বিন রাবী’আহ রামাদ্বান মাসে পাঁচ তারবীহায় (২০ রাকাত) সালাত আদায় করতেন এবং তিন রাকাত বিতির পড়তেন। [মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ৭৬৯০]

 

হাদীস—১১

حَدَّثَنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ وِقاءٍ قالَ: «كانَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ يَؤُمُّنا فِي رَمَضانَ، فَيُصَلِّي بِنا عِشْرِينَ لَيْلَةً سِتَّ تَرْوِيحاتٍ، فَإذا كانَ العَشْرُ الآخَرُ اعْتَكَفَ فِي المَسْجِدِ وصَلّى بِنا سَبْعَ تَرْوِيحاتٍ»

 

মুহাম্মাদ বিন ফুযায়েল রহ. উয়ীকা রহ. এর সূত্রে বর্ণনা করেন, সা’ঈদ বিন যুবায়ের রহ. রামাদ্বান মাসে আমাদের ইমামতী করতেন, তিনি আমাদেরকে নিয়ে ২০ রাত্র ৬ তারবীহাহ (২৪ রাকাত) আদায় করতেন। যখন শেষ দশক এসে যেতো, তখন ই’তিকাফে বসতেন এবং ৭ তারবীহাহ (২৮ রাকাত) আদায় করতেন। [৭৬৯১]

 

হাদীস—১২

٧٦٩٢ – حَدَّثَنا يَزِيدُ بْنُ هارُونَ، قالَ: أنا إبْراهِيمُ بْنُ عُثْمانَ، عَنِ الحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبّاسٍ، «أنَّ رَسُولَ اللَّهِ ﷺ كانَ يُصَلِّي فِي رَمَضانَ عِشْرِينَ رَكْعَةً والوِتْرَ»

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদ্বান মাসে বিশ রাকাত তারাবীহ ও তিন রাকাত বিতর পড়তেন। [৭৬৯২]

বিশেষ দ্রষ্টব্য: উক্ত গ্রন্থের তারাবীহ অধ্যায়ে কোনো যুগে ৮ রাকাত পড়া হতো কিংবা সাহাবায়ে কেরাম ৮  রাকাত পড়তেন এমন একটা হাদীসও পাওয়া যায়নি। যদি ৮ রাকাতের বিষয়টি বাস্তবসম্মত হতো,  তাহলে কি ৮ রাকাতের একটি হাদিসও কি থাকতো না?

অনুবাদ ও সংকলন: লুবাব হাসান সাফ‌ওয়ান


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ

আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ মা আমেনার গর্ভেতে জন্ম নিলো এক মহামানবের, নাম হলো তার মুহাম্মদ রাসুল আসলো ভবের

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ ইমাম মাহাদী (আ:) আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্নের পাহাড় ভেসে উঠা কেয়ামতের

কবিতা দাজ্জাল আফছানা খানম অথৈ

দাজ্জাল আফছানা খানম অথৈ কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে নিজেকে খোদা বলে দাবি করবে, কাফের মুনাফিক যাবে তার দলে ঈমানদার মুমিন

গল্প হযরত মুহাম্মদ (সা:) জীবনের গল্প আফছানা খানম অথৈ

জন্ম:হযরত মুহাম্মদ (সা:) বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে ৫৭০ খৃষ্টাব্দে জন্ম গ্রহণ করেন।তার পিতার

Leave a Reply