0
শত পদ্য বিষাদ বিবর্ণ
যখন লিখো বিষাদের কোন কাব্য,
লাখো পুষ্প পদে চূর্ণ
যেন কনক তুল্য তব ভাগ্য।
হাসিতে তব ঝরে মুক্তো
হাসিতে মাতোয়ারা এই ভুবন,
হাসিতে দূর সকল শুক্তো
হাসি দেখিয়া ধন্য জীবন।
তব কেশ যেন কালো মেঘ
উড়ালো এক দিক ভোলা পবন,
এলো কেশী কে বেসেছি ভালো
মেঘলা কেশে দেখেছি শ্রাবণ।
হরিণী চোখের চাহনি তব
কাঁদিলে ধরায় নামে শ্রাবণ,
ঐ চোখে তে চোখ পড়েছে যার
মনে তে তার ভাসিয়েছে প্লাবন।
আরো পড়ুন-
- মার্শাল আর্ট কিভাবে শিখব
- মেথি খাওয়ার নিয়ম
- ধর্ষণের জন্য নারীর পোশাক কি দায়ী?
- কিউবিট কাকে বলে?
- ইউটিউবের টাকা পাবো কিভাবে ?
0
ভালো লিখেছেন কবি