সেরা গল্পের বই- লেখক ডট মি

সেরা ৭টি গল্পের বই

0

গল্পের বই কখনো হাসায়,কখনো কাঁদায়।কখনো কখনো আমাদেরকে গল্পের ছলে শিক্ষাও দিয়ে থাকে যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। কখনো কখনো গল্প হয় কাল্পনিক, কখনো বা বাস্তব জীবনের ভিত্তিতে হয়।এই গল্পগুলোর কখনো শেষটা পূর্ণতা পায়, কখনো শেষটা অসম্পূর্ণই থেকে যায়।যেই গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায়, সেগুলোকে বলা হয় ছোট গল্প।রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকে আখ্যায়িত করেছেন এভাবে-“শেষ হয়েও হইলো না শেষ। ”

বিভিন্ন বয়সের উপযোগী করে বিভিন্ন লেখক গল্প লিখে থাকে, যা আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দেয়।এবার কিছু সেরা গল্পের বই সম্পর্কে জেনে নেওয়া যাক –

১.টুনটুনির বই

উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর কালজয়ী সৃষ্টি এটি। এই গল্পগুলো প্রত্যেকটি প্রজন্মের শিশুদের কাছেই সেরা।রূপকথায় ঘেরা গল্পগুলো একদিকে যেমন শিশুদের আনন্দ দিয়ে থাকে,তেমনি নানা রকম শিক্ষাও দিয়ে থাকে।তাঁর এই অনবদ্য সৃষ্টি বাংলা শিশুসাহিত্যের জগৎকে বেশ বিকশিত করেছে।গল্পগুলো বাঘ,সিংহ,শেয়াল,চড়ুই, পান্তাবুড়ি,নাপিত,বিড়াল এসব কিছু নিয়ে ছোটদের আদলে লিখা।

২.প্রিয় পদরেখা

প্রিয় পদরেখা হচ্ছে সেই সব মানুষদের পদরেখা,যারা আমাদের কাছে খুব প্রিয়,যাদের জন্য আমাদের ভালোবাসা থাকে আজীবন, যারা কখনোই হারিয়ে যায় না,কোনো পরিস্থিতিতে যাদের জন্য ভালোবাসা কমে না।প্রিয় পদরেখা হুমায়ূন আহমেদের ১৭ টি অমর প্রেমের গল্পের বই। যেই গল্পগুলোতে আছে অসীম আবেগ,মায়া,ভালোবাসা, দুঃখ,রহস্য।প্রিয় মানুষের প্রতি আবেগ-অনুভূতিগুলো গল্পগুলোতে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

৩.আমি হতে চাই

ড.উম্মে বুশরা সুমনা রচিত “আমি হতে চাই” একটি সিরিজ যেখানে আছে ৬টি গল্পের বই।বইগুলো হচ্ছে-আমি সত্যবাদী হতে চাই, আমি সাহায্যকারী হতে চাই,আমি উদার হতে চাই,আমি পরিচ্ছন্ন মানুষ হতে চাই, আমি সহনশীল হতে চাই,আমি কৃতজ্ঞ হতে চাই।এই সিরিজের পড়ার মধ্য দিয়ে শিশুরা সততা,উদারমনা,পরিচ্ছন্নতা,সহনশীলতা,উপকারীতা,কৃতজ্ঞতাবোধ ইত্যাদি শিখতে পারবে। গল্পের ছলে শিশুদের নীতিশিক্ষা দেয়ার জন্য এই সিরিজ বেশ কার্যকরী।এই বই মানবিক গুণাবলি অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।গল্পের ছলে এই বই শিশুদের মানসিক বিকাশ ও মানবিক গুণাবলি অর্জনে সহায়তা করবে।

৪.মেঝদিদি

শরৎচন্দ্রের এক অনবদ্য সৃষ্টি “মেঝদিদি”। এখানে ফুটে সৎ বোনের ভাইয়ের প্রতি অত্যাচার।রক্তের সম্পর্কের উর্দ্ধেও পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যা রক্তের সম্পর্ককে হার মানায়।এমনই সম্পর্ক ছিলো কেষ্ট আর হেমাঙ্গিনীর মাঝে।হেমাঙ্গিনীর রয়েছে কেষ্টর প্রতি মাতৃসম ভালোবাসা, মায়া,মমতা এবং হেমাঙ্গিনীর প্রতি কেষ্টর রয়েছে দিদির মতোই সম্মান যা খুব বিরল।

৫.মিসির আলির গল্পমালা

মিসির আলি হুমায়ুন আহমেদের এক অনন্য সৃষ্টি।হুমায়ুন আহমেদের সৃষ্টি মিসির আলি চরিত্রটি পাঠকের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে।মিসির আলি হচ্ছেন এমন একজন মানুষ, যিনি তার চারপাশের অমিমাংসীত রহস্যের সমাধান করেন।আবার,সব রহস্য তিনি সমাধান করতে আগ্রহও বোধ করেন না।যখন কোনো রহস্যজনক ঘটনা তাঁর মনে দাগ কাটে,তখনই তিনি সেটি সমাধান করতে উদ্বুদ্ধ হন।তবে তিনি সবসময় যে সফল হন,এমনও নয়।তার কিছু অমীমাংসিত ঘটনাও রয়েছে, যেগুলোর কোনো সমাধান তিনি করতে পারেননি।মিসির আলির এরকমই কয়েকটি গল্প নিয়ে “মিসির আলি গল্পমালা” বইটি রচিত।এই বইয়ে যেসব গল্প রয়েছে তা হলো- সিন্দুক, ফুুট ফ্লাই,সোনার মাছি,ছবি,রোগভক্ষক রউফ মিয়া,লিফট রহস্য, হামা ভূত,মাছ,জিন-কফিল,সঙ্গিনী।

৬.প্রাগৈতিহাসিক

জীবনে চলার পথে আসে অনেক বাঁধা-বিপত্তি,কখনো কখনো ভেঙে পড়তে হয।কিন্তু এই বাঁধা-বিপত্তি কাটিয়ে উঠে দাঁড়াতে হবে।ভেঙে পড়লে চলবে না। বেঁচে থাকতে হলে লড়াই করতে হবে, নতুন আশা নিয়ে বাঁচতে হবে।মানিক বন্দোপাধ্যায় তাঁর “প্রাগৈতিহাসিক” গল্পে ভিখু চরিত্র দিয়ে পাঠককে সেটিই উপলব্ধি করিয়েছেন।

৭.টুনটুনি ও ছোটাচ্চু

মুহম্মদ জাফর ইকবালের জনপ্রিয় গল্পের সিরিজ টুনটুনি ও ছোটাচ্চু। এই সিরিজের এখন পর্যন্ত মোট ৮ টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে-টুনটুনি ও ছোটাচ্চু, আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু, আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু, তবুও টুনটুনি ও তবুও ছোটাচ্চু, যখন টুনটুনি তখন ছোটাচ্চু, যেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু,যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু,আহা টুনটুনি ও উহু ছোটাচ্চু। নামগুলো অদ্ভুত হলেও গল্পগুলো বেশ সুন্দর। কিশোরদের উপযোগী করে লেখা এই সিরিজটি তাদের মনে বেশ সাড়া ফেলেছে। এই গল্পগুলো থাকে কোনো রহস্য কিংবা সমস্যা যা টুনি ও ছোটাচ্চু অর্থাৎ টুনির ছোট চাচ্চু মিলে সমাধান করেন।মূলত,সকল রহস্যের জট টুনিই খুলে থাকে। আবার,ছোটাচ্চু কোনো সমস্যায় পড়লেও তার সমাধান টুনি খুব সুন্দর ভাবে সমাধান করে।পারিবারিক বন্ধনের বিষয়টিও এই সিরিজে সুন্দর করে ফুটে ওঠে। কিশোরদের জন্য এটি একটি অসাধারণ সিরিজ।

পাঠকদের প্রশ্নের উত্তর:

সেরা হাসির গল্পের বই কোনগুলো?

সেরা হাসির গল্পের মধ্যে উল্লেখযোগ্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর- ছোটদের হাসির গল্প,বাংলার হাসির গল্প ; পরশুরামের-সেরা হাসির গল্প, আনিসুল হকের- শ্রেষ্ঠ হাসির গল্প,দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের- বাঙালীর হাসির গল্প,সঞ্জীব চট্টোপাধ্যায়ের-ঠাকুরবাড়ির হাসির গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়- বড়দের হাসির গল্প,সুকুমার রায়ের-সুকুমার রায়ের হাসির গল্প, ইমদাদুল হক মিলনের- তোমাদের জন্য হাসির গল্প।

রোমান্টিক গল্পের বইয়ের নাম জানতে চাই?

রাজীব হোসাইন সরকারের- পাগলী তোমার সঙ্গে ভ্যাবাচ্যাকা জীবন কাটাবো,ইমদাদুল হক মিলনের-ভালোবাসার তিনদিক,তোমাকে ভালোবাসি;শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের- ভালোবাসার গল্প,শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের -শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের গল্প,আনিসুল হকের-ভালোবাসা ও ভালো লাগার গল্প,সুনীল গঙ্গোপাধ্যায়ের- শ্রেষ্ঠ প্রেমের গল্প ইত্যাদি।

গল্পের বই ডাউনলোড করবো কিভাবে?

গল্পের বই ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো থেকে বই ডাউনলোড করা যায়। এছাড়া বইয়ের বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলো থেকেও বই ডাউনলোড করা যায়।যে বইটি ডাউনলোড করা হবে,সেই বইয়ের নাম লিখে গুগলে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইটে বই ডাউনলোড করার লিঙ্ক চলে আসবে।তখন,সেখান থেকে বই ডাউনলোড করে পড়া যাবে।

শিক্ষণীয় গল্পের বই কোনগুলো?

মো.নূরনবী সিকদারের-ঈশপের শিক্ষণীয় গল্প,ইমাম ইবন কুদামা আল মাকদিসির-তওবার শিক্ষণীয় গল্প,পণ্ডিত বিষ্ণুশর্মার কালিলা ও দিমনা।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Shifa

Author: Shifa

আল্লাহ যা করবেন কল্যাণের জন্য করবেন 🙂

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প চেয়ারম্যানের মেয়ে আফছানা খানম অথৈ

চেয়ারম্যানের মেয়ে আফছানা খানম অথৈ মেহেরপুর একটি সুন্দর গ্রাম।এই গ্রামে কিছু অদ্ভুত নিয়মকানুন চালু আছে,যা অন্যকোন গ্রামে নেই।এই গ্রামে নারীরা

গল্প মেয়েরা ও মানুষ আফছানা খানম অথৈ

গল্প মেয়েরা ও মানুষ আফছানা খানম অথৈ রানু বউ হয়ে এসেছে চার পাঁচ মাস হলো।এরই মধ্যে তার স্বামী স্কলারশিপ এর

গল্প মেয়ে সাক্ষী আফছানা খানম অথৈ

মেয়ে সাক্ষী আফছানা খানম অথৈ আবিদ হায়দার বেড়াতে এসেছে গ্রামে তার বন্ধু ফুয়াদ'র বাসায়।অবশ্য সে একা না,তার সঙ্গে আছে,বন্ধু সজল

গল্প বন্ধ্যা আফছানা খানম অথৈ

গল্প বন্ধ্যা আফছানা খানম অথৈ আলেয়া বউ হয়ে এসেছে চার বছর হলো।এখনো মা হতে পারেনি। এজন্য রীতিমতো তাকে কটু কথা

2 Replies to “সেরা ৭টি গল্পের বই”

Leave a Reply