সোনায় ভরা এ বাংলাদেশ

0
সোনায় ভরা এ বাংলাদেশ
মোঃ রুহুল আমিন
স্বাধীনতার ঐ সূর্য আলো
পড়বে পূর্ব দেশে,
আপন দেশে সকল জনে
রবো রাজার বেশে।
বন্দি খাঁচার কপাট খুলে
স্বাধীন মোরা হবো,
আপন দেশে জনের সাথে
বুক ফুলিয়ে রবো।
সোনায় ভরা এ বাংলাদেশ
আছে রত্নের খনি,
আমার দেশের গভীর তলে
হীরা কাঞ্চন মণি।
হাজার নদীর এ বাংলাদেশ
কোথায় খুঁজে পাবে,
আমার দেশে শ্যামল ছায়ায়
হৃদয় জুড়ে যাবে।
বাংলাদেশের মাটিতে ভাই
সোনা ফসল ফলে,
খালে বিলে মাছের বাহার
ইলিশ পদ্মার জলে।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ লেখাপড়া শেষ চাকরীর পালা, চাকরী পেলে দু:খ ঘুচবে শান্তি পাবে খালা। পরীক্ষায়

Leave a Reply