0
সোনায় ভরা এ বাংলাদেশ
মোঃ রুহুল আমিন
স্বাধীনতার ঐ সূর্য আলো
পড়বে পূর্ব দেশে,
আপন দেশে সকল জনে
রবো রাজার বেশে।
বন্দি খাঁচার কপাট খুলে
স্বাধীন মোরা হবো,
আপন দেশে জনের সাথে
বুক ফুলিয়ে রবো।
সোনায় ভরা এ বাংলাদেশ
আছে রত্নের খনি,
আমার দেশের গভীর তলে
হীরা কাঞ্চন মণি।
হাজার নদীর এ বাংলাদেশ
কোথায় খুঁজে পাবে,
আমার দেশে শ্যামল ছায়ায়
হৃদয় জুড়ে যাবে।
বাংলাদেশের মাটিতে ভাই
সোনা ফসল ফলে,
খালে বিলে মাছের বাহার
ইলিশ পদ্মার জলে।
0