0
বাংলার তরে আসলো ভেসে
এক কুয়াশার ধোঁয়া,
হীমেল পরশ কাঁপছে যে দেশ
গায়ে ঠান্ডা ছোঁয়া।
শীতের চাদরে আঁধার পথঘাট
সব কুয়াশায় ঢাঁকা,
মিষ্টি রোদের আলোর ঝিলিক
আঁধার হল ফাঁকা।
কৃষক মনে খুশীর হাসি
মাঠে ভরা ধানে,
চোখ জুড়িয়ে মনের মাঝে
শান্তি বয়ে আনে।
সোনার ফসল কাটবে কৃষক
উঠবে ভরে গোলা,
পাকা ধানের উঠান ভরা
দেখে মনে দোলা।
নবান্নের রূপ নতুন ধানে
চলছে ঘরে ঘরে,
খেজুর রসের ভাবা পিঠা
খাচ্ছে মনটা ভরে,
কৃষক ঘরে পিঠা উৎসব
আছে সবে মেতে,
শীতল ক্ষণে বইছে হাওয়া
শিহরণ জাগে রাতে।
আরো পড়ুন-

0