স্বপ্নে সে আসে। স্বপ্ন এসে সে আমার হাত ধরে। বলে আমাকে, ভালবেসেছ কেন? আমি বলি তোমার চোখ সুন্দর তাইতো।সে আমাকে বার বার তার চোখ দেখায়। আমি সে চোখ ঘঁসি; আর বলি, আমি যদি সে চোখ হতে পারতাম।সে বলে, তুমি তো আমার চোখই। এইভাবে দিন যায়।
আবার একদিন সে আসে। বলে, আমার চোখ দেখবে? আমি বলি, আজ আর চোখ দেখবনা।বলে, তাহলে আজ কি দেখবে? বলি, আজ দেখব নাক।সে আমাকে নাক দেখায়।আমি নাক হাতের আঙুল নিয়ে কিছুক্ষণ টিপি।সে শুধু তার নাকের প্রশংসা করে। এইভাবে দিন যায়। সে বলে, আবার একদিন কি আসবে? আমি বলি, আসবে! সে আসে। কতক্ষণ যে কথা হয় তার কোন ঠিক ঠিকানা নেই। সে শুধু আমার দিকে চেয়ে থাকে আমি তার দিকে চেয়ে থাকি এইভাবে দিন যায়। সে বলে, আমি যদি না আসতাম কি হত?। বলি, কিছুই হতনা; তাইতো তুমি বার বার এসো।
এখন আর সে স্বপ্ন’ দেখিনা।স্বপ্ন দেখলে কেমন যেন লাগে। বলি, তুমি আর এসোনা। সে আর আসেনা।আমার দিন ভালই কাটে।
আমি বলি, সে স্বপ্ন আবার যদি আসত কি হত!