স্বপ্ন গুলো বাক্স-বন্দী

0

স্বপ্ন গুলো বাক্স-বন্দী

কলমের কালি আজও ফুরাইনি

শুধু সময় পাল্টেছে

কবিতা গান আরো কত হাবিজাবি

যা ইচ্ছে তাই লেখা থাকতো স্বপ্ন নামক ডাইরিতে

হাজারো রঙিন স্বপ্ন সাজানো হতো প্রতি রাতে

শুধু সময় পাল্টেছে

আজ ঠিক আছে কাল আরো ভালো হবে

নয়ত পরশু আমি ঠিকই পারব

অথবা দুইদিন বাদে আমায় সবাই চিনবে

শুধু সময় পাল্টেছে

দীর্ঘদিনের সাধনা গুলো বাস্তবতার পরকে উপচে পড়ে

বার বার মনে করিয়ে দেয় এগুনো যাবেনা

কারন সময় পাল্টেছে

নির্মম ভাবে হত্যা করে চলেছি নিজের সত্তাকে

জানি এর বিচার হবেনা

কাঠগড়ায় দাঁড়াতে হবেনা

প্রমান স্বরূপ ধুলো পড়া ডাইরী চাওয়া হবেনা

কারন সময় পাল্টেছে

আজও এই ঘুনে ধরা মনে টুংটাং সুর

আর কিছু বিচ্ছিন্ন শব্দের মিলন ঘটে

আবার তা মনের মাঝেই হারিয়ে যায়

সময় পাল্টেছে স্বপ্ন

গুলো বাক্স-বন্দী করে রাখা হয়েছে ।।।।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

One Reply to “স্বপ্ন গুলো বাক্স-বন্দী”

Leave a Reply