স্বপ্ন গুলো বাক্স-বন্দী

play icon Listen to this article
0

স্বপ্ন গুলো বাক্স-বন্দী

কলমের কালি আজও ফুরাইনি

শুধু সময় পাল্টেছে

কবিতা গান আরো কত হাবিজাবি

যা ইচ্ছে তাই লেখা থাকতো স্বপ্ন নামক ডাইরিতে

হাজারো রঙিন স্বপ্ন সাজানো হতো প্রতি রাতে

শুধু সময় পাল্টেছে

আজ ঠিক আছে কাল আরো ভালো হবে

নয়ত পরশু আমি ঠিকই পারব

অথবা দুইদিন বাদে আমায় সবাই চিনবে

শুধু সময় পাল্টেছে

দীর্ঘদিনের সাধনা গুলো বাস্তবতার পরকে উপচে পড়ে

বার বার মনে করিয়ে দেয় এগুনো যাবেনা

কারন সময় পাল্টেছে

নির্মম ভাবে হত্যা করে চলেছি নিজের সত্তাকে

জানি এর বিচার হবেনা

কাঠগড়ায় দাঁড়াতে হবেনা

প্রমান স্বরূপ ধুলো পড়া ডাইরী চাওয়া হবেনা

কারন সময় পাল্টেছে

আজও এই ঘুনে ধরা মনে টুংটাং সুর

আর কিছু বিচ্ছিন্ন শব্দের মিলন ঘটে

আবার তা মনের মাঝেই হারিয়ে যায়

সময় পাল্টেছে স্বপ্ন

গুলো বাক্স-বন্দী করে রাখা হয়েছে ।।।।।

 

আরো পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

অসময়ের প্রলাপ

আচ্ছা কমল? আজ রাতে যদি বৃষ্টিরা নামে এই উত্তপ্ত মাটিতে? প্রবল বেগে,প্রকৃতির অদৃশ্য তনয়ার অশরীরী নৃত্যে? অদেখা কোনো এক নূপুরের

রেড টি শার্ট- কবির ৫ টি কবিতা

ওগো নীল দুটি পাখি কত ভালবাসি আমি তোমাকে কেমন করে বোঝাব! তোমাকে দেখলে কিছুই ভাল লাগেনা। ভাল লাগেনা ফুল, পাখি,

Leave a Reply