স্বপ্ন গুলো বাক্স-বন্দী

0

স্বপ্ন গুলো বাক্স-বন্দী

কলমের কালি আজও ফুরাইনি

শুধু সময় পাল্টেছে

কবিতা গান আরো কত হাবিজাবি

যা ইচ্ছে তাই লেখা থাকতো স্বপ্ন নামক ডাইরিতে

হাজারো রঙিন স্বপ্ন সাজানো হতো প্রতি রাতে

শুধু সময় পাল্টেছে

আজ ঠিক আছে কাল আরো ভালো হবে

নয়ত পরশু আমি ঠিকই পারব

অথবা দুইদিন বাদে আমায় সবাই চিনবে

শুধু সময় পাল্টেছে

দীর্ঘদিনের সাধনা গুলো বাস্তবতার পরকে উপচে পড়ে

বার বার মনে করিয়ে দেয় এগুনো যাবেনা

কারন সময় পাল্টেছে

নির্মম ভাবে হত্যা করে চলেছি নিজের সত্তাকে

জানি এর বিচার হবেনা

কাঠগড়ায় দাঁড়াতে হবেনা

প্রমান স্বরূপ ধুলো পড়া ডাইরী চাওয়া হবেনা

কারন সময় পাল্টেছে

আজও এই ঘুনে ধরা মনে টুংটাং সুর

আর কিছু বিচ্ছিন্ন শব্দের মিলন ঘটে

আবার তা মনের মাঝেই হারিয়ে যায়

সময় পাল্টেছে স্বপ্ন

গুলো বাক্স-বন্দী করে রাখা হয়েছে ।।।।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

One Reply to “স্বপ্ন গুলো বাক্স-বন্দী”

Leave a Reply