0
হতাশাগ্রস্ত সব কিছু খারাপঃ খারাপ কুত্তা, খারাপ বিলাই, খারাপ গরু, খারাপ ছাগল, খারাপ মানুষের মানুষের মাথা, খারাপ গাছের সবচেয়ে শক্ত ডাল’ও।তাহলে খারাপ নয় কি? খারাপ নয় শুধু তোমার নীল চোখের ভাষা। কেন? সেটি হতাশাগ্রস্ত হলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কেন? তখন মনে হয় তুমি আমাকে ভালবাসনা। তাহলে সেটি যাতে হতাশাগ্রস্ত না হয় সে দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে? তুমি তোমার রোজ রাতে তোমার বাড়ির সামনে যে তুলসী ডালটি আছে সেটাতে পানি ঢালবে। এবার বল তুমি ঢালবে কিনা? যদি না ঢাল? সত্যিই আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ব।-
এ হতাশার কি শেষ আছে? না, শেষ নেই। তাহলে? এজন্যই আমি নিরাশভিন হতাশাগ্রস্ত।

0