0
আমার লেখায়…কাজী রবী
আছে জানি মিশে,
কাজী রবীর ছোঁয়া থাকলে
ভয়টা পাবো কিষে।
মানব প্রেমে নেইতো কোনো
বর্ণ বিভেদ দৃষ্টি,
লেখেন কাজী মানব দানব
সবই প্রভুর সৃষ্টি।
বিদ্রোহী ঐ ভাবে লেখেন
প্রাণে জাগায় শক্তি,
জয়টা আনতে চাই না মোরা
রক্তের বদলা ভক্তি।
এমন ভাবেই হয়না কেনো
কবিতা সব আজি,
লেখার মাঝে খুঁজে পাইতো
জাতীয় কবি কাজী।
জাতীয় কবি কাজীর মতো
লিখতে যদি পারি,
সবার মাঝে থাকবো বেঁচে
দেবো যখন পাড়ি।
লিখতে লিখতে হবো জানি
কাজী রবির মতো,
কবিতা সব পড়বে পাঠক
ভাববে মোরে ততো।
কবিতায় যে থাকবে যখন
কাজী রবির প্রমা,
শতো বছর বেঁচে থাকবো
নিয়ে ধরায় শর্মা।
এমন ভাবনা আমায় ভাবায়
লিখতে গিয়ে তবে,
লেখার পংক্তি বুনুন গুলোয়
কাজী রবিই রবে।
কাজী রবীর মতোই যদি
হয়’গো লেখা সবি,
তবেই হইবো জানি একদিন
তেমনি ঐ …….কবি।

0