0
তেমাকে দেখলে জ্বলজ্যান্ত হাঙর মনে হয়।হাঙর যেমন বড় চোখ, বড় চোয়াল, পিঠের উপর মাংসের স্তূপ, দুটি বড় শৃঙ্গ তুমি ঠিক তেমনি। হাঙর যেমন লাফিয়ে লাফিয়ে মাছ ধরে তোমাকে ঠিক তেমন মনে হয়।তুমি যখন হাঁট তখন মনে হয় তুমি পুরোপুরি হাঙর হয়ে গেছ ; কারন, তোমার নিতম্ব তখন ঠসঠস করে দুলতে থাকে। তোমার বাম পায়ের মাপ আমাকে দিও কারন, সেটি পুরোপুরি হাঙর মনে হয়।
তোমার শুধু একটা জিনিস আমার ভাল লাগেনা সেটা হল তোমার দাঁতের আগা।কারন, কেন জানি মনে হয় তোমার দাঁতের আগায় ধার কম।হাঙরের দাঁত কিন্তু প্রচন্ড ধারাল।এখন কথা হল তোমার দাঁত কবে পুরোপুরি ধারালো হবে ; তখন তোমাকে ঠিক পরিপূর্ণ হাঙর বলা যাবে।
0
অসাধারণ
ধন্যবাদ। ভাল থাকুন।