0
হারিয়ে যাওয়ার আগে মানুষ কি ভাবে?
আমায় যদি কেউ ভালবাসত।
আমি কি কোনদিন হারিয়ে গিয়েছিলাম?
না।
তার মানে, আমাকে কেউ ভালবাসেনি।
এমন একটি দিন কি আসবে যেদিন আমাকে কেউ ভালবাসবে?
এমন একটি দিন আসলে বলব, হারিয়ে যাওয়ার আনন্দই আলাদা, এমন কেউ কি আছে যে হারিয়ে যেতে চায়?
যদি কেউ বলে হ্যাঁ আমি তাকে অনেক দামী একটি গিফট উপহার দেব।

0