0
কবিতা
মহান গুরু
আফছানা খানম অথৈ
কবিতা
মহান গুরু
আফছানা খানম অথৈ
শিশুকালে শিক্ষক আমাদের
দিয়েছিলেন শিক্ষা
তাদের মতো এমন করে
কেউ দেয়নি দীক্ষা।
শিক্ষক হলেন মহান গুরু
দিলেন শিক্ষা দান
তার ছোঁয়াতে জীবন মোদের
হয়ে গেল ঘ্রাণ।
ছাত্রছাত্রী সবার প্রতি
ছিল তাহার টান
শিক্ষা গুরুর পরম ছোঁয়ায়
পেলাম যথা মান।
পড়ালেখায় ছিলেন সেরা
জ্ঞানে গুনে ভরা
সবার মাঝে বিলিয়ে দেন
জ্ঞানের সকল দ্বারা।
শিশুকালে শিক্ষক আমাদের
দিয়েছিলেন শিক্ষা
তাদের মতো এমন করে
কেউ দেয়নি দীক্ষা।
শিক্ষক হলেন মহান গুরু
দিলেন শিক্ষা দান
তার ছোঁয়াতে জীবন মোদের
হয়ে গেল ঘ্রাণ।
ছাত্রছাত্রী সবার প্রতি
ছিল তাহার টান
শিক্ষা গুরুর পরম ছোঁয়ায়
পেলাম যথা মান।
পড়ালেখায় ছিলেন সেরা
জ্ঞানে গুনে ভরা
সবার মাঝে বিলিয়ে দেন
জ্ঞানের সকল দ্বারা।

0