0
একটি কুকুর একটি বিড়াল’ ভালবাসে, একটি বিড়াল একটি কুকুর’ ভালবাসে।বিড়াল’ বলে, তুমি আমাকে ভালবাস কেন? কুকুর’ বলে, তুমি বিড়াল তাই! কুকুর’ বলে তুমি আমাকে ভালবাস কেন? বিড়াল’ বলে, তুমি কুকুর তাই! তখন তাদের ভালবাসা আরো গভীর হয়।তখন তারা ভাবে তাদের ভালবাসা যদি আরো বেশি গভীর হত! তখন তারা চিন্তা করে কুকুর’ যদি আরো ভাল কুকুর হত আর বিড়াল’ যদি আরো ভাল বিড়াল হত তাহলে তাদের ভালবাসা সেই কাঙ্ক্ষিত রূপ পেত। তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসে যায়। কিন্তু কোন ফল না পেয়ে একপর্যায়ে তারা তাদের বাঁধন ছিন্ন করে।
তখন কি হয়? তাদের শধু মনে হয়, “তাদের সেই আগের কুকুর- বিড়াল থাকাই ভাল ছিল”!

0