Next

কেন ব্লগের আর্টিকেল লিখবো?

অনেক কারণে লিখতে পারেন। এর মধ্যে দুটি প্রধান কারণ হচ্ছে-

  • নিজের  এমন কিছু লেখা প্রকাশ করতে চান যা লোকে পড়বে
  • লেখালেখি করে টাকা আয় করতে চান বা, পেশাদার ব্লগার হিসেবে ক্যারিয়ার গড়তে চান

মনের আনন্দে লেখাঃ

যাদের এমনিতেই লিখতে ভালো লাগে তারা গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি নানারকম লেখা লিখে বিভিন্ন বাংলা ব্লগে প্রকাশ করতে পারেন। ব্লগস্পট বা, ওয়ার্ডপ্রেসে একটি সাব ডোমেইন নিয়ে খুব সহজে নিজের একটি ব্লগ তৈরি করেও নেয়া যায়। আপনি যদি এই শ্রেণীতে পড়েন, তাহলে যখন ইচ্ছা তখন, লেখক ডট মি তে আপনার যেকোন ধরণের লেখা প্রকাশ করতে পারেন।

writer 3354848 960 720

লেখালেখি করে টাকা আয়(পেশাদার ব্লগিং)

কয়েকজন পেশাদার ব্লগারের ২০২১ সালের আয় দেখে নেয়া যাক(taregetinternet এর তথ্য অনুযায়ী)-

  • Tim Sykes- ১ মিলিয়ন ডলার
  • Chiara Ferragni- ২ লাখ ৫০ হাজার ডলার
  • Melyssa Griffin- ২ লাখ ৩৮ হাজার ডলার

 

এছাড়া বাংলাদেশী ব্লগারেরাও অনেক টাকা আয় করেন, তবে সেই তথ্য অনলাইনে এভাবে খুজে পাওয়া যায় না, তাই এখানে দেয়া হয় নি।

পেশাদার ব্লগারদের মতো- আমি কি পারবো আয় করতে?

সাধারণত পেশাদার ব্লগারেরা কোন পণ্য বিক্রিতে ভূমিকা রাখেন। তারা এমন কিছু লেখা লেখেন যেটা লোকে বিশ্বাস করে এবং তাদের ব্লগ পড়ে কোন পণ্য কেনে। কিংবা, বিজ্ঞাপন দেখে সেখান থেকে পণ্য কেনে। আপনিও আয় করতে পারবেন যদি-

  • আপনার লেখার মাঝে দামী বিজ্ঞাপন দেখানো হয়
  • কোন নির্দিষ্ট পণ্য বিক্রি করতে পারেন
  • কোন ব্যাবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আর্টিকেল লিখে তাদের ব্যবসার প্রচারে ভূমিকা রাখেন
  • কোন এফিলিয়েট ওয়েবসাইটে আর্টিকেল লিখেন
  • নিজের এফিলিয়েট সাইট বা, ব্লগে লিখে নিজের ব্লগকে শক্তিশালী প্রতিষ্ঠানের মতো গড়ে তুলতে পারেন

 

ব্লগের আর্টিকেল কি উদ্দেশ্যে লিখবো?

যদি পেশাদার আর্টিকেল রাইটার হতে চান, তাহলে পাঠকেরা যা চায়, সেটা তাদের কাছে তুলে ধরার জন্য লিখবেন। আপনাকে ব্যক্তিগতভাবে কেউ চেনে না। তাই, আপনি নিজের পছন্দে যা লিখবেন, তা নিয়ে কারো মাথাব্যাথা নাই।

চলুন দেখি কি উদ্দেশ্যে পেশাদার ব্লগারেরা বা, আর্টিকেল রাইটারেরা লিখেন-

  • ভিজিটরদের আকৃষ্ট করার জন্য
  • পণ্যের প্রচারের জন্য
  • তথ্য কিংবা, যুক্তির মাধ্যমে কোন বিষয় তুলে ধরার জন্য
  • অনলাইনে নেই এমন কিছু  সবাইকে জানানোর জন্য

 

পেশাদার ব্লগিং শিখে কাজের ক্ষেত্র

আপনি কয়েকভাবে আয় করতে পারবেন যদি আপনার লেখা দিয়ে পাঠককে আকৃষ্ট করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, বাংলায় লিখে যা আয় করতে পারবেন, ইংরেজীতে লিখলে কমপক্ষে তার ১০ গুণ আয় করতে পারবেন।

চলুন দেখি কিভাবে সেটা সম্ভব-

  • কোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফেসবুক গ্রুপ বা, কোন কোম্পানির ওয়েবসাইট ম্যানেজারদের সাথে যোগাযোগ করে তাদের সাইটের জন্য আর্টিকেল লিখে আয় করা যায়
  • নিজের কোন ইনফরমেশন ব্লগ খুলে সেখানে এডসেন্সে, Ezoic ইত্যাদি বিজ্ঞাপন দেখিয়ে যায়
  • নিজের ব্লগে কোন একটা অনলাইনে বিজনেসের এফিলিয়েট হিসেবে তাদের পণ্য বিক্রির লিংক দিয়ে আয়(যদি বিক্রি হয়)

 

ব্লগারেরা সবচেয়ে বেশী আয় করেন এফিলিয়েট থেকে, এরপর বিজ্ঞাপন। আমি নিজে বিদেশী ছোট ছোট কোম্পানির ওয়েবসাইটের জন্য লিখে এ পর্যন্ত ৪০০০ ডলারের বেশী আয় করেছি(আমার ইংরেজী জ্ঞান সর্বসাধারণের মতোই)।

Leave a Comment

Comments

  • MD Tarikul islam
    2022-12-08 00:05:45
    Nice
  • Rafia Noor Purbita
    2022-10-28 09:44:58
    Nice
  • admin
    2022-09-23 22:56:14
    next এ ক্লিক করে পরের লেসন পড়ে ফেলুন। আর, পুরো কোর্স শেষ করতে গিয়ে যেসব প্রশ্ন মনে আসবে, সেগুলো লেখক ডট মি অ্যাডমিনের কাছে জিজ্ঞাসা করুন। কুইজ, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করুন। You have a lot to learn.
  • Sharmin Jahan
    2022-09-23 22:40:09
    Want yo know more
  • Sharmin Jahan
    2022-09-23 21:49:24
    I think it will be helpful
  • Israt jahan shuly
    2022-09-23 10:21:23
    Helpful basic information