0
তুমি এসো,
ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে…
দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া,
ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।
তুমি এসো,
নিরব কথার ভেতরে কিছু বলার মতো হয়ে—
আমি অপেক্ষায় আছি,
তোমার ভালোবাসার মতো নিঃশর্ত কিছু হয়ে।
— নেশান্তপ্রতীক-আশরাফ

0