তুমি এসো

0

তুমি এসো,

ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে…

দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া,

ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।

 

তুমি এসো,

নিরব কথার ভেতরে কিছু বলার মতো হয়ে—

আমি অপেক্ষায় আছি,

তোমার ভালোবাসার মতো নিঃশর্ত কিছু হয়ে।

 

— নেশান্তপ্রতীক-আশরাফ


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Neshantoh Pothik ashraf

Author: Neshantoh Pothik ashraf

আশরাফুল ইসলাম, একজন তরুণ লেখক ও স্বপ্নদ্রষ্টা। টেকনাফ, কক্সবাজারে বসবাসরত। সাহিত্য, কবিতা এবং বাস্তবমুখী প্রেমকাহিনী লেখায় আগ্রহী। 'নেশান্তপ্রতীক আশরাফ' নামে লেখালেখির জগতে পরিচিত। ভালোবাসেন নিঃসঙ্গতা, প্রকৃতি আর গভীর অনুভূতির বহিঃপ্রকাশ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply