রক্তেমোড়া লাশ

0

আবু সাঈদ জুলাই মাসের
বিপ্লবী ওই বীর,
স্বৈরাচারকে রুখতে সবাই
উচ্চে রাখে শির।

জুলাইয়ের ওই প্রথম প্রহর
ছিলো রক্তে লাল,
স্মৃতির পাতায় অম্লান রবে
জানি চব্বিশ সাল।

ছাত্রদলের কন্ঠের ধ্বনি
এসো সবাই লড়ি,
স্বৈরাচারের গুলির মুখে
লাশের ছড়াছড়ি।

আবু সাঈদ মুগ্ধের লাশে
আগুন জ্বলে বুকে,
জীবন বাজি রেখে সবাই
যায় দাঁড়িয়ে রুখে।

নিরস্ত্র ওই বিপ্লবীদের
দেয় উড়িয়ে খুলি,
তাজা প্রাণের বুকে চালায়
বন্দুক দিয়ে গুলি।

প্রিজন ভ্যানে সেদিন ছিল
রক্তেমোড়া লাশ!
আকাশ বাতাস ভারী হলো
দেখে প্রাণের নাশ।

সারা বাংলার দামাল ছেলে
রাস্তায় নেমে আসে,
স্বৈরাচারের বিদায় ঘণ্টা
বাজে জুলাই মাসে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply