0
আবু সাঈদ জুলাই মাসের
বিপ্লবী ওই বীর,
স্বৈরাচারকে রুখতে সবাই
উচ্চে রাখে শির।
জুলাইয়ের ওই প্রথম প্রহর
ছিলো রক্তে লাল,
স্মৃতির পাতায় অম্লান রবে
জানি চব্বিশ সাল।
ছাত্রদলের কন্ঠের ধ্বনি
এসো সবাই লড়ি,
স্বৈরাচারের গুলির মুখে
লাশের ছড়াছড়ি।
আবু সাঈদ মুগ্ধের লাশে
আগুন জ্বলে বুকে,
জীবন বাজি রেখে সবাই
যায় দাঁড়িয়ে রুখে।
নিরস্ত্র ওই বিপ্লবীদের
দেয় উড়িয়ে খুলি,
তাজা প্রাণের বুকে চালায়
বন্দুক দিয়ে গুলি।
প্রিজন ভ্যানে সেদিন ছিল
রক্তেমোড়া লাশ!
আকাশ বাতাস ভারী হলো
দেখে প্রাণের নাশ।
সারা বাংলার দামাল ছেলে
রাস্তায় নেমে আসে,
স্বৈরাচারের বিদায় ঘণ্টা
বাজে জুলাই মাসে।

0