রিকশাওয়ালা

0

গ্ৰামের থেকে কতো মানুষ
হচ্ছে শহর মুখে,
পেটের দায়ে জীবন তাদের
চরম ভাবে দুখে।

কোনো ভাবেই রাত যাপনে
বস্তির ঘরে থাকে,
খরচ মেটায় আয়ের থেকে
টাকা জমা রাখে।

বেশির ভাগেই রিকশা নিয়ে
যাত্রী পৌঁছে দেয়,
পায়ের জোরে প্যাডেল মেরে
ভাঁড়ার টাকা নেয়।

জায়গা মতো পৌঁছে দিয়ে
সামান্য পায় ভাড়া,
ভাঁড়ার টাকা দেবার সময়
অনেকে দেয় তাড়া।

মাথার থেকে টপটপ করে
ঘাম ঝরিয়ে পড়ে,
সকল থেকে রাত দুপুরে
ভাতের জন্য লড়ে।

বুভুক্ষের ওই মানুষগুলোর
বকা কোনো দাও,
মনুষ্যত্বের ওই গুণটা নিয়ে
আপন করে নাও।

ভাতের জন্যে লড়াই করে
খাবে কেনো গালি,
পৌঁছে দিচ্ছে জায়গা মত
মেখে ধূলাবালি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

2 Replies to “রিকশাওয়ালা”

Leave a Reply