শান্তির আহ্বান

1

তোমরা কি শুনতে পাও প্রভুর সে বাণী?

থাকো শান্তিতে, মিলমিশে সকলে —

ধরায় যত মিল-অমিল, বিভেদ হানি,

সহাবস্থানে দিশা খোলে।

 

সূচনাতেই উঠেছিল অভিযোগ এক —

“অরাজকতায় ভরবে এ ধরণী,

শান্তির নীড়ে আনবে ব্যথা অনবরত,

নিজ গৃহ করে তুলবে আগুনে ভস্মবরণী।”

 

তবু তিনি বলেছিলেন, ‘সৃষ্টি এ শ্রেষ্ঠ,

আমার প্রতিনিধি এদের করিবো,

আমার রহস্যে যাদের থাকবে একনিষ্ঠ,

ভবের কর্তৃত্ব তাদেরই দিবো।’

 

কিন্তু ভুলে সেই কথা, আজ তোমরা লিপ্ত,

অবিচারে, অনাচারে, রক্তরণে —

হৃদয় বিদীর্ণ অনিয়মে, শান্তির বাণী বিস্মৃত,

মৃত্যুর মিছিল ছুটে ক্ষণে ক্ষণে ।

 

ফিরে চলো সেই পবিত্র পথেরই দিকে,

ত্যাগ করো সকল পাপকর্ম,

তার প্রতিনিধি হও, শান্তি ছড়াও বুকে,

ঘরে ঘরে পৌঁছে দাও মুক্তিবাণীর মর্ম।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Mobarram Haider

Author: Mobarram Haider

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply