আর্টিকেলের এস ই ও(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) কি?
এস ই ও বা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক ব্যাপক একটি ধারণা। এটি বলতে মূলত গুগল বা, অন্যান্য সার্চ ইঞ্জিন যেভাবে কোন কনটেন্টকে সার্চ রেজাল্টে দেখায়, সেভাবে, কনটেন্ট তৈরি এবং পুরো ওয়েবসাইটকে উপস্থাপন করাকে বুঝায়। আর্টিকেলের ক্ষেত্রে কিভাবে এটা কাজ করে সেটি আপনাকে জানতে হবে।
পাঠকের জন্য লিখুন, সার্চ ইঞ্জিনের জন্য নয়
যারা এস ই ও সম্পর্কে কিছুটা ধারণা রাখেন, তারা একটি ভুল প্রায়ই করেন। তারা সার্চ ইঞ্জিনের জন্য লেখার চেষ্টা করেন, এটি ভুল। গুগল সেই লেখাকে আগে দেখায় যেটি পাঠকের জন্য লেখা হয়েছে। তাই, আপনাকে লেখার মাণ পাঠকের চাহিদা অনুযায়ী রক্ষা করতে হবে। এবং সার্চ দিয়ে লোকে কি খুজছে সেটি অনুমান করার চেষ্টা করতে হবে।
এস ই ও কিভাবে করতে হবে?
কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ডের ব্যাবহার জানতে হবে। গুগল এইসব কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, এগুলোর Synonym, এবং পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট এইসব জিনিস বিবেচনা করে একটি ওয়েব পেজকে র্যাংক করে। আমাদের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিনের র্যাংকিং এর প্রথম লেখাটিই হোক আমার লেখা।
সার্চ ইঞ্জিন র্যাংকিং এ প্রথমে আসার উপায়-
শিখবো কিভাবে?
এই কোর্সের পরের লেসনগুলোতে কিওয়ার্ড এবং পাঠক ধরে রাখা নিয়ে আরো আলোচনা করা হয়েছে এবং কিছু বিষয় একবারেই পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া নতুন যেকোন সমস্যায় গুগলে সার্চ দিন বা, মেনুবার থেকে অ্যাকাউন্ট থেকে বার্তাকক্ষে গিয়ে admin এর কাছে যেকোন প্রশ্ন করতে পারেন।