Prev Next

কিভাবে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হয়?

প্রথাগত পদ্ধতি হচ্ছে রিলেটেড কিওয়ার্ড গুলো সাবহেডিং এ ব্যবহার করা। h2, h3 এগুলোতে ব্যবহার করাটাই ভালো। তবে লেখার মাঝে থাকতেই হবে। চলুন ব্যবহারপদ্ধতি জেনে নেই-

  • h2 বা, h3 সাবহেডিং এ ব্যাবহার করা যেতে পারে
  • লেখার মাঝে ব্যবহার করে বোল্ড বা, ইটালিক করে দেয়া যেতে পারে
  • এমনিতেই লেখার মাঝে ব্যবহার করা যেতে পারে, তবে, লেখাতে কমপক্ষে একবার প্রতিটি রিলেটেড কিওয়ার্ড থাকতেই হবে
  • এমনভাবে ব্যবহার করবেন যাতে করে লেখা ন্যাচারাল মনে হয়, কেউ বুঝতে না পারে যে এটা রিলেটেড কিওয়ার্ড
  • ছবির alt ট্যাগেও ব্যবহার করলে ভালো হয়

blogger 4218491 960 720

রিলেটেড কিওয়ার্ড ব্যাখ্যায় দীর্ঘ আলোচনা প্রয়োজন হলে

অনেক সময় দেখে যায়, একটি রিলেটেড কিওয়ার্ড নিয়ে ২০০০ শব্দের আর্টিকেল লিখলেও সেই বিষয়ে কথা ফুরাবে না। সেক্ষেত্রে আপনার উচিত হবে আলাদা একটি আর্টিকেল লেখা এবং মূল কিওয়ার্ড নিয়ে যে আর্টিকেল লিখেছিলেন সেটি থেকে ওই লেখায় লিংক দেয়া।

 অপ্রাসঙ্গিক হলে

কখনো কখনো রিলেটেড কিওয়ার্ড অপ্রাসঙ্গিক হয়। সেক্ষেত্রে, আপনি মনে রাখবেন কোন না কোন যোগসূত্র আছে বলেই গুগল সেগুলো সাজেশনে দেখাচ্ছে। তাই একটি বাক্য হলেও সেটি নিয়ে লেখার চেষ্টা করুন

Leave a Comment