কিভাবে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হয়?
প্রথাগত পদ্ধতি হচ্ছে রিলেটেড কিওয়ার্ড গুলো সাবহেডিং এ ব্যবহার করা। h2, h3 এগুলোতে ব্যবহার করাটাই ভালো। তবে লেখার মাঝে থাকতেই হবে। চলুন ব্যবহারপদ্ধতি জেনে নেই-
রিলেটেড কিওয়ার্ড ব্যাখ্যায় দীর্ঘ আলোচনা প্রয়োজন হলে
অনেক সময় দেখে যায়, একটি রিলেটেড কিওয়ার্ড নিয়ে ২০০০ শব্দের আর্টিকেল লিখলেও সেই বিষয়ে কথা ফুরাবে না। সেক্ষেত্রে আপনার উচিত হবে আলাদা একটি আর্টিকেল লেখা এবং মূল কিওয়ার্ড নিয়ে যে আর্টিকেল লিখেছিলেন সেটি থেকে ওই লেখায় লিংক দেয়া।
অপ্রাসঙ্গিক হলে
কখনো কখনো রিলেটেড কিওয়ার্ড অপ্রাসঙ্গিক হয়। সেক্ষেত্রে, আপনি মনে রাখবেন কোন না কোন যোগসূত্র আছে বলেই গুগল সেগুলো সাজেশনে দেখাচ্ছে। তাই একটি বাক্য হলেও সেটি নিয়ে লেখার চেষ্টা করুন