কি নিয়ে লেখা উচিত, কি নিয়ে লেখা উচিত না?
নতুন যারা ব্লগিং শুরু করেন তারা যা ইচ্ছা তাই নিয়ে লিখতে থাকেন। দেখা যাচ্ছে আজকে নিজের ব্লগে ‘নুডুলস এর রেসিপি’ লিখলেন, কালকে লিখলেন ‘পদ্মা সেতু’ নিয়ে। গুগল এই ধরণের সাইট বা, মাল্টিব্লগিং সাইটের এই ধরণের লেখাকে র্যাংক করে না। আপনাকে একটি টপিক বেছে নিয়ে লিখতে হবে। এবং সেই টপিকের সবকিছু ধীরে ধীরে লেখায় নিয়ে আসতে হবে।
কি নিয়ে লেখা উচিত না?
এরকম একেক সময় একেক বিষয় নিয়ে লেখা উচিত না। আপনার উদ্দেশ্য লিখে টাকা আয়। তাই, এমন কিছু নিয়ে লিখতে হবে যা মানুষ পড়তে চায়। অনেক কিছু আছে যা নিয়ে লিখে কোন সফলতার আশা করাটা বোকামি হবে। যেমনঃ
কি নিয়ে লেখা উচিত?
এবারে আসি- কি নিয়ে লেখা উচিত। আপনার আগ্রহ আছে, কিংবা পড়াশোনা আছে এমন কিছু আপনার জন্য পারফেক্ট। চলুন পয়েন্ট আকারে দেখি কি নিয়ে লেখা উচিত-
টপিকাল অথরিটি এবং টপিক ক্লাস্টার
যখন একটি সাইটে কোন একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশী পরিমাণে লেখা থাকে, তখন গুগল মনে করে, এই সাইটে এই বিষয়ে তথ্যের জন্য সবচেয়ে ভালো। একই টপিকে অনেক লেখা থাকলে টপিকাল অথরিটি বাড়ে। আপনার নিজের ব্লগ বা, অন্য কোথাও লেখার ক্ষেত্রে একটি টপিকের সব বিষয় কাভার করার চেষ্টা করবেন।
একটি টপিকের সাথে সম্পর্কিত আরো অনেক টপিক থাকে, এগুলোকে একসাথে বলা হয় টপিক ক্লাস্টার। মাল্টিব্লগিং সাইটে বিভিন্ন বিষয়ে লেখা থাকে। এর মাঝে যে বিষয়ে সবচেয়ে বেশী লেখা থাকে সেগুলো সহজে গুগলে র্যাংক করে। যেমনঃ লেখক ডট মি তে যে বিষয়ে অনেক কম লেখা আছে, সেই লেখাগুলো গুগলে সহজে র্যাংক করবে না। যখন কোন বিষয়ে ক্লাস্টার আকারে লেখা হবে তখন সবগুলো লেখাই ভালো র্যাংক পাবে।