Prev Next

কি নিয়ে লেখা উচিত, কি নিয়ে লেখা উচিত না?

নতুন যারা ব্লগিং শুরু করেন তারা যা ইচ্ছা তাই নিয়ে লিখতে থাকেন। দেখা যাচ্ছে আজকে নিজের ব্লগে ‘নুডুলস এর রেসিপি’ লিখলেন, কালকে লিখলেন ‘পদ্মা সেতু’ নিয়ে। গুগল এই ধরণের সাইট বা, মাল্টিব্লগিং সাইটের এই ধরণের লেখাকে র‍্যাংক করে না। আপনাকে একটি টপিক বেছে নিয়ে লিখতে হবে। এবং সেই টপিকের সবকিছু ধীরে ধীরে লেখায় নিয়ে আসতে হবে।

wordpress 923188 960 720

কি নিয়ে লেখা উচিত না?

এরকম একেক সময় একেক বিষয় নিয়ে লেখা উচিত না। আপনার উদ্দেশ্য লিখে টাকা আয়। তাই, এমন কিছু নিয়ে লিখতে হবে যা মানুষ পড়তে চায়।  অনেক কিছু আছে যা নিয়ে লিখে কোন সফলতার আশা করাটা বোকামি হবে। যেমনঃ

  • মানুষের কোন আগ্রহ নেই, সেগুলো নিয়ে লিখে কোন লাভ নেই। যেমনঃ আমি সকালে ঘুম থেকে উঠেছি, বিকেলে চা খেয়েছি (who cares)
  • সবার প্রচন্ড আগ্রহ আছে, কিন্তু অনলাইনে প্রচুর বড় বড় ওয়েবসাইট, নিউজপেপারে লেখা হচ্ছে। যেমনঃ লিওনেল মেসি, আর্জেন্টাইন সুপারস্টার ফুটবলার।  প্রথম আলো, কালের কন্ঠ বাদ দিয়ে আপনার লেখা লোকে কেন পড়বে?
  • এমন অনেক বিষয় আছে, আপনি জীবনেও সেই বিষয়ে পড়াশোনা করেন নাই, জানেন না, আগ্রহও নেই। ঐটা নিয়ে লিখতে গেলে হতাশ হবেন
  • সার্চ দিলে রেজাল্টে সব ভিডিও আসে। তার মানে লোকে ঐটার ভিডিও খুজছে, আপনার লেখা কেউ পড়বে না

 

কি নিয়ে লেখা উচিত?

এবারে আসি- কি নিয়ে লেখা উচিত। আপনার আগ্রহ আছে, কিংবা পড়াশোনা আছে এমন কিছু আপনার জন্য পারফেক্ট। চলুন পয়েন্ট আকারে দেখি কি নিয়ে লেখা উচিত-

  • লোকে খোজে, কিন্তু অনলাইনে খুব বেশী লেখা নেই এমন বিষয়
  • আপনার পেশাগত অভিজ্ঞতা আছে, প্রচন্ড আগ্রহ আছে, অভিজ্ঞতা আছে, কিংবা, পড়াশোনা আছে এমন কোন বিষয়
  • অনলাইনে সার্চ দিলে যা রেজাল্ট আসে, আপনি চাইলে ঐ বিষয়ে এর চেয়ে ভালো কিছু লিখতে পারেন এমন মনে হলে
  • আপনি যা লিখতে চাচ্ছেন, সার্চ রেজাল্টে ঐ ধরণের আর্টিকেল পাওয়া যাচ্ছে, ভিডিও বা, ছবি না। এমন হলে সেটা নিয়ে লিখুন, গুগলে র‍্যাংক করবে। কারণ, Search Intent আর্টিকেলের জন্য আছে।

 

টপিকাল অথরিটি এবং টপিক ক্লাস্টার

যখন একটি সাইটে কোন একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশী পরিমাণে লেখা থাকে, তখন গুগল মনে করে, এই সাইটে এই বিষয়ে তথ্যের জন্য সবচেয়ে ভালো। একই টপিকে অনেক লেখা থাকলে টপিকাল অথরিটি বাড়ে। আপনার নিজের ব্লগ বা, অন্য কোথাও লেখার ক্ষেত্রে একটি টপিকের সব বিষয় কাভার করার চেষ্টা করবেন।

একটি টপিকের সাথে সম্পর্কিত আরো অনেক টপিক থাকে, এগুলোকে একসাথে বলা হয় টপিক ক্লাস্টার। মাল্টিব্লগিং সাইটে বিভিন্ন বিষয়ে লেখা থাকে। এর মাঝে যে বিষয়ে সবচেয়ে বেশী লেখা থাকে সেগুলো সহজে গুগলে র‍্যাংক করে। যেমনঃ লেখক ডট মি তে যে বিষয়ে অনেক কম লেখা আছে, সেই লেখাগুলো গুগলে সহজে র‍্যাংক করবে না। যখন কোন বিষয়ে ক্লাস্টার আকারে লেখা হবে তখন সবগুলো লেখাই ভালো র‍্যাংক পাবে।

Leave a Comment