Prev Next

রিলেটেড কিওয়ার্ড কোথায় পাওয়া যাবে?

রিলেটেড কিওয়ার্ড হচ্ছে এমন কিছু কিওয়ার্ড যা আপনার মূল কিওয়ার্ড এর সাথে সম্পর্কিত, এবং মূল কিওয়ার্ড লিখে যারা গুগলে সার্চ দেয় তারা রিলেটেড কিওয়ার্ডগুলোও খোজে কিংবা, পড়ে। প্রতিটি লেখায় এরকম রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করা উচিত। এতে করে আর্টিকেলের লেন্থ বড় হবে, এবং পাঠকও পড়তে বিরক্ত হবে না।

rosenpfel 93629 960 720

(মূল কিওয়ার্ড ডালের মতো, আর রিলেটেড কিওয়ার্ডগুলো ডালের ফলগুলোর মতো)

 

রিলেটেড কিওয়ার্ড কোথায় পাবো?

দুইভাবে রিলেটেড কিওয়ার্ড খুজে পেতে পারেন-

১. গুগলে সার্চ করে সার্চ সাজেশন দেখে

২. সার্চ রেজাল্টে প্রথমে যে লেখাগুলো আছে, সেগুলোর সাবটপিক দেখে

 

প্রথমত, আপনি গুগলে মূল কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন, এরপর দেখবেন সার্চ রেজাল্টের নিচের দিকে কিছু সার্চ সাজেশন দেখাচ্ছে, এগুলো রিলেটেড কিওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। এছাড়া Ubersuggest, SEMscoop, keywordtool.io এগুলোও ব্যবহার করতে পারেন।

দ্বিতীয়ত, সার্চ রেজাল্টের প্রথম পাচটি লেখা দেখুন, এগুলোতে দেখবেন পুরো আর্টিকেলে অনেকগুলো সাবহেডিং আছে। এইসব সাবহেডিং গুলো নোট করুন। এগুলোকেই রিলেটেড কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন বা, এগুলোর মূল কথা একটু অন্যভাবে আপনার লেখাতে ব্যবহার করতে পারেন।

এর বাইরে, আপনি কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করে অনেক রিলেটেড কিওয়ার্ড খুজে পাবেন। সেটি আপনার কাছে ঝামেলার মনে হলে, এই পদ্ধতিই অনুসরণ করতে থাকুন।

Leave a Comment