আমার সবগুলো লেখা


---- Please log in ! ------


---- Please log in ! ------

লেখা দেখতে না পেলেঃ যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখান থেকে লগ ইন করুন, Media Library থেকে ইমেজ ব্যবহার করুন(যদি প্রয়োজন হয়)। Featured Image পরিবর্তন করার ক্ষেত্রেও মিডিয়া লাইব্রেরী ব্যবহার করতে পারবেন, এছাড়া pixabay.com থেকে কপিরাইট ফ্রি ছবিও ডাউনলোড করে এখানে আপলোড করে ব্যবহার করতে পারেন। ট্যাগ না ব্যবহার করলেও চলবে।

(একেবারে মাণহীন লেখা প্রকাশ করা যাবে না। এবং ছোট লেখা অর্থাৎ,  ৪/৫ লাইনে যদি কিছু লিখতে চান, তাহলে এরকম কয়েকটা লেখা একত্র করে একসাথে একটা লেখার মাঝে সেটা প্রকাশ করুন )

 

লেখক ডট মি লেখকদের ফিচার

প্রথমত যখন কেউ লেখক ডট মি তে একাউন্ট খোলে তার Default Role হয় Subscriber, এরপর Contributor. কেউ ভালো লেখা প্রকাশ করলে তাকে পরবর্তীতে Author হিসেবে প্রমোশন দেয়া হয়। ড্যাশবোর্ডে এক্সেস শুধু Author দের আছে। সেক্ষেত্রে আপনার জন্য আরো বেশী ফিচার উন্মুক্ত হবে। এবং আপনি চাইলে Web Stories ও প্রকাশ করতে পারবেন।

নীতিমালা

  • অন্য কারো লেখা অন্য কোন জায়গা থেকে কপি করে এখানে প্রকাশ করা যাবে না
  • কোন ব্যক্তি বা, গোষ্ঠীকে প্রত্যক্ষ বা, পরোক্ষভাবে আক্রমণ করে কিছু লেখা যাবে না
  • রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলতে হবে
  • এখানে প্রকাশিত লেখার সম্পূর্ণ কৃতিত্ব এবং দায়ভার লেখকের নিজের, lekhok.me এর নয়
  • এখানে বর্ণিত নীতিমালা ভঙ্গ করলে তাকে সাময়িক বা, স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে
  • লেখায় হ্যাকিং, ক্রাকিং, উগ্র যৌনতা, বিটকয়েন, ক্যাসিনো এগুলোর প্রচার করা যাবে না
  • অসম্পূর্ণ লেখা লিখে বাকি অংশ পড়ার জন্য অন্য কোন লিংক দেয়া যাবে না, এখানেই সম্পূর্ণ লেখা প্রকাশ করতে হবে
  • প্রাসঙ্গিক হলে যেকোন ওয়েবসাইটের লিংক লেখার মাঝে দিতে পারেন(ডু ফলো লিংক নিয়ে আমাদের আপত্তি নেই), তবে সেটি অবশ্যই মূল আর্টিকেল থেকে আলাদা কিন্তু পাঠকদের কাজে লাগবে এমন হতে হবে।
  • খুব ছোট লেখা এবং মাণহীন লেখা প্রকাশ করা যাবে না। কয়েক লাইনে কিছু লিখতে চাইলে, এরকম লেখাগুলো একসাথে একটি লেখার মাঝে প্রকাশ করতে হবে।

যেমনঃ “রঙ কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে”- এই শিরোনামের লেখার মাঝে লাল বা, সবুজ রঙ নিয়ে উইকিপিডিয়া আর্টিকেল বা, অন্য যেকোন আর্টিকেলের লিংক দিতে পারেন, সেটি স্বাভাবিক(তথ্যসূত্রে বা, লেখার মাঝে এংকর হিসেবে  যেভাবে খুশি দিতে পারেন)।  আর্টিকেল অসম্পূর্ণ রেখে,  বাকি অংশের জন্য একই শিরোনামের  বাইরের সাইটের কোন লেখার লিংক দেয়া যাবে না। 

তথ্য, যুক্তি, এবং পাঠকদের আগ্রহের সব বিষয়ের আলোচনার মাধ্যমে একটি লেখাকে আরো সুন্দর করে তুলুন। তাহলে আরো বেশী পাঠকের কাছে আপনার লেখাটি পৌছাবে। অন্যের লেখা কপি না করে নিজের যা প্রকাশ করতে ইচ্ছা হয় লিখে প্রকাশ করুন। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হোক।