Salim Raza Sagor সূচিপত্র Toggle Salim Raza SagorPostsসৌরভস্বাধীনতা তুমি Salim Raza Sagor Posts2 সবগুলো লেখা পরিচয় অন্যদের মন্তব্য Posts সৌরভ 2জীবন নামক বাগান সাজাতে হতে হয় দক্ষ মালি। নানান রঙের ফুল বিনে লাগে খালি খালি। লাল ফুল চাই, সাদা চাই চাই হলুদ ফুল। বাগানের চর্চা... স্বাধীনতা তুমি 0স্বাধীনতা তুমি বসন্ত বিকেলে,কোকিলের গাওয়া গান, স্বাধীনতা তুমি দুর্বার চলা,রুপালী নদীর বাণ। স্বাধীনতা তুমি মায়ের মুখের,মিষ্টি মিষ্টি হাসি, স্বাধীনতা তুমি রাখাল ছেলের,ছন্দ সুরের বাঁশী। স্বাধীনতা...