বাংলাদেশ

চেতনা থেকে স্বাধীনতা

1টুঙ্গিপাড়ার একটি যুবক বঙ্গবন্ধু শেখ মুজিব যাঁর নাম, দেখিয়েছিলেন মুক্তির পথ নায়ক বাংলার মুক্তির চেতনার। বুকে নিয়ে দেশ প্রেম বাজি রেখে প্রাণ, জাগ্রত করেছিল বাংলার জনতা স্বাধীনতার স্বপ্ন করেছিল সঞ্চার। যাঁর কন্ঠের বজ্র ভাষণে গর্জে উঠেছিল লাখো প্রাণ, জাতি শুনেছিল মুক্তির বার্তা জীবন করেছিল দান। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ বাংলার মাটি, ঘাস, মাঠ-ঘাট, আকাশে বাতাসে

স্মৃতির পাতায় মুজিব

0রক্ত দিয়েও হবে না শোধ তোমার ভালবাসার দাম। এই মাঠিতেই মিশে থাকবে বঙ্গবন্ধু তোমার নাম, সারাজীবন লাড়াই তোমার মানুষকে ভালবেসে। তোমার জন্যই বাস কি আজ স্বাধীন বাংলাদেশের।   আরো পড়ুন- বাংলা রোমান্টিক কবিতা অথর্ববেদ ডাউনলোড বাংলা নববর্ষ প্রবর্তক কে? বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন শর্করা জাতীয় খাবার কি কি 0