বাচ্চাদের নামের অর্থ

অয়ন নামের অর্থ কি?

অয়ন নামের অর্থ সূর্যের গতি, গৃহ, শাস্ত্র, সৃষ্টিকর্তার উপহার ইত্যাদি। কুরআনে ‘আইয়ুন’ নামে একটি শব্দ আছে যার অর্থ চোখ, সরাসরি অয়ন নেই। উর্দু ভাষায় এই শব্দটির অর্থ সৃষ্টিকর্তার উপহার।

  • বাংলায় শব্দটি সাধারণত সূর্য্যের গতিপথ বুঝাতে ব্যবহার করা হয়
  • গণেশের আরেক নাম ছিল অয়ন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও নামটি প্রিয়
  • মুসলিমদের মাঝে এই নামটি বেশ জনপ্রিয়

 

সাধারণত ছেলেদের নাম রাখা হয় অয়ন। এই শব্দটি বাংলায় এসেছে সংস্কৃত √ অয়্ প্রতয়যোগে গঠিত শব্দ হিসেবে। প্রায়োগিক উদাহরণঃ দক্ষিণায়ন, অয়ন বায়ু ইত্যাদি।

 

আরো দেখুন-     আইয়ান,     সায়ান,     রায়ান,     তাইয়ান