প্রশ্নের উত্তর

উদ্যোক্তা কাকে বলে?

উদ্যোক্তা বলতে বুঝায় এমন একজন ব্যক্তিকে যিনি একটি ব্যবসাকে দাড় করানোর চেষ্টা করেন। এবং লাভের আশায় নানারকম অর্থনৈতিক ঝুকি নেন। একজন উদ্যোক্তা যে সব সময় ব্যর্থ হবেন এমন না। অনেক সফল উদ্যোগের উদাহরণ আমাদের দেশেও আছে।

কয়েকটা নাম উদ্যোক্তা শব্দটি শুনলেই মাথায় চলে আসে। সেগুলো হচ্ছে-

  • ইলন মাস্ক
  • বিল গেটস
  • মার্ক জুকারবার্গ
  • স্টিভ জবস
  • আকিজ ইত্যাদি

 

পরিশ্রমী, শিক্ষিত(প্রাতিষ্ঠানিক বা, অপ্রাতিষ্ঠানিক যাই হোক), ভালো পরিকল্পনাকারী যারা তারাই সাধারণত সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হন। কারিশমা নামের একটি শব্দ ব্যবহার করা হয়। ধরে নেয়া হয়, সফল লোকদের এই কারিশমা থাকে যা, ব্যর্থদের থাকে না।

অনেক ক্ষেত্রে দেখা যায়, খুব আকর্ষণীয়, জ্ঞানী, বুদ্ধিমান একজন ব্যবসায়ীর চেয়ে অপেক্ষাকৃত কম আকর্ষণীয় কেউ বেশী সফল হচ্ছে। এর পেছনে অনেক কারণ থাকে। আপনি যদি সফল হতে চান, তাহলে এই কারণগুলো খুজে বের করুন।

আগ্রহ থাকলে পড়তে পারেন-