বাংলা শব্দের অর্থ

চন্ডাল শব্দের অর্থ কি?

চন্ডাল শব্দের অর্থ চাড়াল, নিম্ন বর্ণের হিন্দু। মৃতদেহ সৎকারের কাজে যারা নিয়োজিত থাকেন হিন্দু সম্প্রদায়ভুক্ত এমন মানুষদেরকে চন্ডাল বলা হয়। প্রচলিত প্রথা অনুযায়ী তাদেরকে অস্পৃশ্য বলে বিবেচনা করা হতো, এখনো হয়তো অনেক জায়গায় সেটা হয়।

  • অনেক ক্ষেত্রে নিষ্ঠুর প্রকৃতির মানুষ বুঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়
  • অনার্য নিষাদ জাতিভুক্ত হিসেবেও চন্ডাল শব্দের ব্যবহার রয়েছে
  • হিন্দু ধর্ম সংস্কারক স্বামী বিবেকানন্দ চন্ডালদের ব্রাহ্মণের মর্জাদায় উন্নীত করার পক্ষপাতি ছিলেন

 

প্রাচীনকাল থেকেই এই শব্দটির ব্যবহার হয়ে আসছে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদেও এই শব্দ এবং এই শ্রেণীর মানুষের পরিচয় পাওয়া যায়।

আগ্রহ থাকলে পড়তে পারেন-