টুইটার একাউন্ট খোলার নিয়ম

টুইট কাকে বলে?

Tweet শব্দের অর্থ পাখির কিচিরমিচির শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পোস্টগুলোকে বলা হয় টুইট। বর্তমান সময়ে জনপ্রিয় সব সেলিব্রেটিরা টুইটারে তাদের বিভিন্ন মতামত টুইট করে জানান। সেটি রিটুইট, শেয়ার, এবং সেগুলোতে কমেন্ট করে অন্য সবাই তাদের মত প্রকাশ করেন।

হ্যাশট্যাগ

টুইটারে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবস্থা #jaiccha এভাবে লিখলে jaiccha হ্যাশট্যাগের মাধ্যমে যতগুলো টুইট করা হয়েছে সবগুলো এক পাতায় দেখা যায়। বিভিন্ন আন্দোলনে এরকম হ্যাশট্যাগ ব্যাবহারের প্রবণতা দেখা যায়। কোন একটি বিষয়ে বিভিন্ন মতামত যদি সহজে খুজে পেতে চান, তাহলে হ্যাশট্যাগে ক্লিক করুন।

  • ২৮০ শব্দে একটি টুইট লেখা যায়। কম কথায় নিজের বক্তব্য উপস্থাপনের সোস্যাল মিডিয়া হিসেবে টুইটারের জনপ্রিয়তা গগণচুম্বী
  • এছাড়া লিংক, ভিডিও, ছবি ইত্যাদি টুইটারে শেয়ার করা যায়
  • প্রধানত সক্রিয়তার ভিত্তিতে একটি টুইটকে বেশী লোককে দেখানো হয়

 

টুইটারে টুইটের ক্ষেত্রে অনেকে উগ্র ভাষায় মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। কারো কারো একাউন্ট বন্ধও করে দেয়া হয়, যেমনঃ ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর তিনি নিজেই একটি সোস্যাল মিডিয়া নিয়ে আসেন, কিন্তু সফল হন নি।

 

আরো পড়ুন-