প্রশ্নের উত্তর

পাদ্রী কাকে বলে?

খ্রিস্টান ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যারা নেতৃত্ব দেন তাদেরকে পাদ্রী বলে। এটি একটি পর্তুগীজ শব্দ, সেখান থেকে বাংলা ভাষায় শব্দটি এসেছে। ইংরজীতে এই শব্দটিকে বলা হয় Pastor. প্যাস্টরের ভূমিকা অনেকটা ভেড়ার পালের রক্ষকের মতো যিনি এইসব ভেড়াদের শিক্ষাও দেন।

নিউ টেস্টামেন্টে বিশপ নামে একটি শব্দ ব্যবহার করা হতো এইসব নিযুক্ত ব্যক্তিদেরকে। ভেড়ার পালের উপমা দেখে কেউ বিভ্রান্ত হবেন না, এটি ব্যবহার করেছিলেন সন্ত পিতর। আমি সেখান থেকেই ধার করেছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতি কোন খারাপ শব্দ প্রয়োগ করতে নয়।

 

বিস্তারিত জানার জন্য আর্টিকেল পড়তে পারেন-