0
আপনারা অনেকেই অনলাইন ফ্রিলান্সিং ও রিমোট জবসের ব্যাপারে জানেন। কিন্তু আপনারা কি উক্ত বিষয় নিয়ে কোনো ব্যবসায়
প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন? যদি না করে থাকেন তাহলে আমি আজকে আপনাদেরকে
জানাবো এযাবৎকালের সবচেয়ে সহজ ব্যবসায়ের ব্যাপারে। সেটি হলো ড্রপসার্ভিসিং এর ব্যাপের।
উক্ত ব্যবসায়টি সবচেয়ে সহজ ব্যবসায়। কেননা মাত্র তিনটি কাজ করে আপনি এই ব্যবসায়টি করতে পারবেন। হ্যা! আপনি মাত্র তিনটি কাজের মাত্র কাজের মাধ্যমে এই ব্যবসায়টি দাড় করাতে পারবেন। যেমন:
১. ক্লায়েন্ট হান্টিং: অনলাইন থেকে ক্লাইন্ট বের করাকে ক্লায়েন্ট হান্টিং বলে। এখন যদি আপনি ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে জানতে চান,
তবে আপনাকে অনেক সহজ একটি কৌশল সম্পর্কে এখন জানাবো। এর জন্য আপনাকে চলে যেতে হবে যেকোন একটা ফ্রিলান্সিং মার্কেটপ্লেসে। সেখানে আপনাকে সার্চ করতে হবে আপনি যেই কাজ নিয়ে ব্যবসায় করতে চান সে বিষয়ে(ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং)। এরপরে আমাদের খুজে বের করতে হবে এমন ফ্রিলেন্সারদের যারা আপনার ব্যবসায়ের কাজ করতে পারে। এরপর আপনাকে উক্ত ফ্রিলেন্সারের প্রোফাইলে রেটিংস অপশনে। মনে রাখবেন সেখানে যারা রেটিংস দিয়েছেন, তারা ফ্রিলান্সারদেরকে বিভিন্ন ধরনের কাজ করায়।
আর তারাই হবে আপনাদের কাস্টমার। মূলত আপনাকে তাদের ইমেইল আইডি সংগ্রহ করতে হবে। এবং ইমেইলের মাধ্যমে তাদেরকে
আপনার নিজের কাজ সম্পর্কে জানাতে হবে। অর্থাৎ আপনাকে উক্ত ক্লায়েন্টদেরকে বলেত হবে আপনি যে, সে ফ্রিলান্সারদেরকে দিয়ে যে কাজ করান, তা আপনি করতে পারেন। পাশাপাশি আপনি ফ্রিলান্সারদের চেয়েও অল্প টাকায় কাজ করে দিতে পারবেন। এভাবে আপনি অনেক ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কোনো ক্লায়েন্ট পেলে তাকে বলা হবে ক্লায়েন্ট হান্টিং।
২. ফ্রিলান্সার ভাড়া করা: এখন আপনি হয়তো মনে করতে পারেন ভিবিন্ন ফ্রিলান্সিং প্লাটফর্ম থেকে আপনি ফ্রিলান্সার ভাড়া করবেন, তবে তা হবে ভুল। কেননা আপনাকে অল্প টাকায় কাজ করাতে হবে। অল্প টাকায় কাজ করার জন্য আপনাকে নতুন ফ্রিলান্সার ভাড়া করতে হবে। এখন আপনি কোথা থেকে ফ্রিলান্সার সংগ্রহ করবেন? তার উত্তর হলো ফেইসবুকে গিয়ে আপনাকে আপানি যে কাজ নিয়ে ব্যবসায় করতে চান সে বিষয়ে সার্চ করতে হবে এবং উক্ত কাজের গ্রুপে জয়েন করতে হবে। এবং সেখানে গিয়ে আপনাকে ফ্রিলান্সার বের করতে হবে। যেহেতু তারা নতুন, সেহেতু তারা ফেইসবুকে উক্ত গ্রুপগুলোতে জয়েন রয়েছে। তাই তাদেরকে দিয়ে অল্প টাকায় কাজ করানো সম্ভব।
৩. টাকা লেনদেন: এক্ষেত্রে আপনাকে প্রথমত কাজ সম্পুর্ণ করে ফ্রিলান্সারদের কাছ থেকে কাজ নিয়ে নিতে হবে। এরপর ক্লায়েন্টের কাছ হতে টাকা নিয়ে তারপর কাজ জমা দিতে হবে।
ব্যবসায়ের বিবরণ : এখানে ব্যবসায়ের মূল কাজ হলো কোনো একটি কাজ যা অনলাইনে ডেলিভারি করা যায়। এরপর উপরে দেখানো নিয়ম অনুযায়ী ক্লায়েন্ট সংগ্রহ করে কাজ নিতে হবে। এরপর আপনি যে কাজটি নিয়েছেন। তা যত টাকায় নিয়েছেন তার চেয়ে কিছু অল্প টাকায় আপনাকে অন্যজনকে দিয়ে কাজটি করিয়ে নিতে হবে। এরপর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে ফ্রিলান্সারদের থেকে কাজ জমা নিয়ে তা ক্লায়েন্টের কাছে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি যত টাকা কমে কাজ করিয়ে নিতে পারবেন তাই আপনার মুনাফা।
উদাহরণ: আমি লোগো বানাতে পারি। এখন আমি একজন ক্লায়েন্টের কাছ থেকে ১০০ টাকায় একটি লোগো বানানোর কাজ পেয়েছি। তারপর আমি তা ৮০ টাকায় আরেকজনকে দিয়ে কাজটিকে করিয়ে নিয়েছি। এরপর আমি আমি উক্ত কাজ ক্লায়েন্টকে জমা দিয়ে টাকা নিয়ে ৮০ টাকা
ফ্রিলান্সারকে জমা দিয়ে দেই। এখানে অতিরিক্ত ২০ টাকা আমার নিজের ব্যবসায়ের মনাফা।

0